জরুরী পরামর্শ/ টিপস্ .....।

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৩ অক্টোবর, ২০১৩, ০৪:৪৯:১৪ বিকাল

বাংলাদেশের সম্ভবত শুধু বাংলাদেশের না পুরো পৃথিবীর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে উপদেশ বা পরমর্শ দেয়া। কোন সমস্যায় পড়ে যাকে সামনে পাবেন প্রশ্ন করেন একটা পরামর্শ দিয়েই দিবে মনে হবে এতেই সমস্যা এক পলকে শেষ। আর অনলাইন মিডিয়া বিশেষকরে ফেসবুকে যান দেখবেন পরামর্শের সমাহার। যে কোন সমস্যার সমাধান মুহূর্তেই হাজির। কিভাবে মোটা হবেন, কিভাবে চিকন হবেন, কি খাবেন কি খাবেননা। কি পরবেন কি পরবেননা। অর্থাত জীবনের এমন কোন বিষয় নাই যার পরামর্শ পাওয়া যায়না। কিন্তু বাস্তব জীবনে এসকল পরামর্শ বা টিপস কার কতটুকু কাজে লেগেছে বা লাগাতে পেরেছে তার কোন খতিয়ান বা রেকর্ড নাই। আমি আবার বিভিন্ন জায়গায় প্রাপ্ত টিপসগুলো সংগ্রহ করে রাখি একটা ফাইলে। আকার বেশ বড় হয়ে গেছে ফাইলটার। ট্রাইব্যুনালের মত কখন আবার কে উদ্ধার করে নিয়ে যায় আল্লাহ মালুম। বিভিন্ন জনের বিভিন্ন রকমের পরামর্শ শুনতে শুনতে আমি এখন পুরোধমে একজন পরামর্শ দাতা হয়ে গেছি। যে কোন সমস্যার সমাধানের পথ আমার নখদর্পে!! তাই আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ (?) কয়েকটি পরামর্শ দিচ্ছি যেটা পথে-প্রান্তরে যেখানেই থাকুননা কেন আপনার মুল্যবান ইজ্জত রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

সমস্যা-১: তরকারীতে লবন/ঝাল বেশি হয়ে গেছে কি করবেন??

সমাধান: যে ঝাল/লবন বেশি পছন্দ করে তাকে দিয়ে দেন, এমন কেউ না পেলে ডাস্টবিনে ফেলে দেন। সমস্যা শেষ।

সমস্যা-২: জরুরী মিটিং, ডেটিং এ যাবেন কিন্তু গায়ের জামাটা ময়লা কি করবেন?

সমাধান: ময়লা জামা গায়ে দিয়ে মিটিং/ডেটিং এ যান, ইজ্জত আর চাকুরী দুটো একসাথে রক্ষার দরকার কি?

সমস্যা-৩: নতুন ধবধবে সাদা জামায় দুধ-চা পড়েছে কি করবেন??

সমাধান: মেজাজ খারাপ না করে আর দু-কাপ চা কিনের বালতিতে ঢালুন, জামাটা ভালো করে বিজিয়ে রোদে শুকান দেখবেন পুরো শার্ট একই কালার নতুন কালারের জামা মজাটাই আলাদা।

সমস্যা-৪: প্রচন্ড মাথা ব্যাথা অনেক ঔষুধ খেয়েছেন কিন্তু কিছুই হচ্ছেনা! কি করবেন?

সমাধান: মাথা যতদিন থাকবে ব্যথা করবেই, মাথা ব্যাথা থেকে মুক্তি চান! মাথাটা কেটে ফেলুন। শুনেননাই চোখ ও নাই চোখের পানিও নাই!!

সমস্যা-৫: আমার লিখাটা পছন্দ হয়নি কি করবেন?

সমাধান: কিছুই করার নাই পড়াও শেষ মাইনাসও নাই সুতরাং... গুড়বাই।

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File