জার্মানীর ডঃ মোকাররম ভাইয়ের জন্যে দোয়া করছি

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৭ আগস্ট, ২০১৩, ০৩:৪২:৫২ রাত

আপনাদের অনেকের মতো নানা কারণে আমারো মনটা আসলেই খারাপ।

এরপর খবর পেলাম আমাদের খুব প্রিয় ভাই, জার্মানীর ডঃ মোকাররম ভাই অসুস্থ।

ব্লগে এখন তেমন আসি না। কেন জানি ভালো লাগে না।

যাহোক,

যদি ডঃ মোকাররম ভাইয়ের সুস্থতার খবর কেউ দিতে পারতেন, তাহলে খুব প্রীত হতাম।

তাঁর জন্যে দোয়া করেছি।

আসুন, এখানে সবাই মিলে আবার উনার জন্যে এবং সারা মুসলিম জাহানের জন্যে বিশেষ করে দোয়া করি।

আল্লাহ পাক যেন ডঃ মোকাররম ভাইকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিন।

আমীন।

বিষয়: বিবিধ

১৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File