মুক্ত পথের যাত্রী

লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ আগস্ট, ২০১৩, ০৪:০৩:৪৯ রাত

আমি ভোরের আলো হয়ে ছুটছি

মুক্ত পথে।।

পৃথিবীর কৃষ্ণগহ্বরে

আলো ছড়িয়ে দিতে।।

শত বাধায় আটকে রাখব আমার ইচ্ছেগুলোকে

বন্দি কারাগারে

নিয়তির খাতার পাতায় পাতায়।

ভোরের আলো হয়ে

ছুটব আমি...

স্বপ্নদেরকে সঙ্গী করে

অন্ধাকারের পথ মাড়িয়ে

ভাঙ্গব জালিমের

বন্দি শিকল

হাটব আবার আলোর

পথে....

গাইব গান কন্ঠ খুলে

দিন রাতের বিভেদ ভুলে,

জেগে ওঠবে

সত্য শক্তি

কেঁপে ওঠবে জমিন ভূমি..

অপরূপ

সাজে সজ্জিত হবে আলোর পৃথিবী

রক্তচূড়ার আপন ভূমি।

আমি ভোরের আলো হয়ে

ছুটছি

মুক্ত পথে।।

[(রাতঃ৪:০৪

নতুন মস)

destiny is as destiny does. If you believe you have no control,then you have no control. By wess roberts ]

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File