নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব !!

লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫০:২১ সকাল



জ্ঞান অর্জন করা ফরজ। তবে তা কোন জ্ঞান? নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা জর্জ ব্যরিষ্টার হওয়ার জন্য যে জ্ঞান অর্জন করা হয় তা নয়।

তবে কেউ যদি নেক নিয়তে দুনিয়াবী এসব টাইটেল অর্জন করে তাতে সমস্যা নেই বরং নিয়তের কারনে তার এই বিদ্যা তার জন্য নেক আমল হিসেবে গণ্য হবে ।

যেমন কেউ যদি নিয়ত করে ডাক্তার হতে পারলে চাকরীর পাশাপাশি গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে তাহলে তার এই বিদ্যাও নেক আমল হিসেবে গণ্য হতে পারে।

আবার কেউ যদি নিয়ত করে একজন আইনজীবি হতে পারলে সমাজে নির্যাতিত কিংবা গরীব লোকদের আইনী সহয়তা দিবে তাহলে তার আইনজীবি হওয়ার জন্য এই বিদ্যাও নেক আমল হিসেবে গণ্য হতে পারে।

তবে নিয়তের বিশুদ্ধতাও এখানে গুরুত্বপূর্ণ। নিয়তের বিশুদ্ধতা অর্জনের জন্য সর্বপ্রথম দ্বীনি জ্ঞান অর্জন করা অতিঅাবশ্যক যা ফরজ।

সুতরাং সর্বপ্রথম পরিপূর্ণ দ্বীনি জ্ঞান অর্জন করাই যুক্তিসঙ্গত। নয়তো দুনিয়াবী টাইটেল অর্জনের উদ্দেশ্য হবে চাকরী করে কেবল পয়সা ইনকাম করা কিংবা সেবা মূলক কাজ হবে লোক দেখানো যা কেবল মানুষের বাহবা জোগাবে শুধু।

হাদীসে বলা হয়েছে “ইন্নামাল আ-মা-লু বিন্নিয়া-ত”।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266774
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
আফরা লিখেছেন : সকল নেক আমলের আগে নিয়ত সহীহ হতে হবে। ধন্যবাদ ।
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
210634
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ইনশাআল্লাহ।
266777
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
egypt12 লিখেছেন : হুম নিয়তের বিশুদ্ধতাই দেবে আন্তরিক সেবা ও মানবকল্যাণ Rose
266882
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : সঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File