সমাজের আনাচে কানাচে তসলিমারা ছড়িয়ে ছিটিয়ে আছে।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫২:২৪ সকাল

সমাজের আনাচে কানাচে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তসলিমা, লাকি, নবনিতারা ছড়িয়ে ছিটিয়ে আছে।

এটিএম বুথ থেকে টাকা তুলতে গতকাল রাত ৮টার দিকে গেলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে।

এটিএম বুথের একটু দূরেই দেখলাম ছেলেদের সাথে বসে আড্ডা মারছে তথাকথিত আধুনিক, প্রগতিশীল ললনারা।

তাদের কাপর চোপড়ের অবস্থা মাশাআল্লাহ, বুক ওড়না থাকার প্রশ্নই আসে না।

স্বাভাবিকভাবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা কম, বুঝলাম এরা “তসলিমা গ্রুপ”, এক পুরুষে এদের কখনোই পুষবে না।

বুথ থেকে টাকা তুলে মোবাইলে কিছু টাকা ভরে একটু হাঁটছিলাম রাস্তা ধরে।

রাস্তা ভাঙ্গা ও খারাপ হওয়ার কারনে রং সাইড দিয়ে একটি সিএনজি যাচ্ছিল, মুহূর্তের মধ্যে ২-৩জন তরুণী চেঁচানিতে আমার দৃষ্টি আকর্ষিত হল, “মামা, রং সাইডে কেন???”

চিৎকারটা যদি কোন ছেলে করত, মেনে নিতাম, কিন্তু মেয়ে কণ্ঠে এমন কর্কশ চিৎকার আসলেই মেনে নিতে পারলাম না।

বুঝলাম এরাই শাহাবাগী লাকিদের যোগ্য উত্তরসূরি, “লাকি গ্রুপের” সদস্য।

সর্বশেষে রুমে ফেরার জন্য মূল গেটের পাশে এসে দাঁড়ালাম, তাতে যেটুকু অবাক হওয়া বাকি ছিল, তাই পূর্ণ হল।

রিক্সা করে রাত প্রায় সারে ৮টার দিকে শহরের দিকে যাচ্ছে এক জুটি।

চাইলে তাদের নাম, ঠিকানা, ডিপার্টমেন্ট সবই প্রকাশ করতে পারি, কোন সন্দেহ নেই যে এরা শহরে গিয়ে কোন “লিটনের ফ্ল্যাট” কিংবা আবাসিক হোটেলে উঠবে, কেননা যে মেয়েকে দেখলাম, সে ক্যাম্পাসের ছাত্রী হলে থাকে যে হলে রাত ৮টার মধ্যেই প্রবেশ করা আবশ্যক।

বুঝলাম, এরা হচ্ছে “নবনিতা গ্রুপ”, যারা লিটনের ফ্ল্যাটে চেতনার আদান প্রদানে ব্যস্ত।

ফেসবুক থেকে সংগ্রহীত

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266752
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৫
কাহাফ লিখেছেন : নির্মম বাস্তবতার নির্ভূল উপলব্ধি সঠিক উপস্হাপনার জন্য অনেক ধন্যবাদ .......
266753
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৩
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : তারা যদি না থাকে এই দেশে ত্যাচলেমা দিদি লিভটুগেদারের স্বপ্ন বাস্তবায়ন হপে কিভাবে আর তাদের বুকে যদি উড়না দেয় আমার মতো লুইচ্ছারা দুধ কচলাবে কিভাবে?
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৫
210478
মাজহারুল ইসলাম লিখেছেন : আপনার কচলাইতে মন চায়? তাহলে আপনার মত একটা নাস্তিক দরে কচলান।
266754
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই হলো ডিজিটাল দেশের অবস্থা!!!
266776
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
egypt12 লিখেছেন : এদের স্বামী হওয়া থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন আমীন Praying
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
210512
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
266783
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
কাজী লোকমান হোসেন লিখেছেন : যেই ভদ্রলোক লেখাটি লিখেছেন তিনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন , গতকাল রাতে লেখাটি দেখে কিছুটা অবাক হয়েছিলাম , পরে চিন্তা করলাম অবাক হওয়ার কিছুই নেই আরও কত কি এই বংগদেশে ঘটবে , কয়দিন পর রাস্তায় ছেলেরা বোরকা পরে চলতে হবে কিনা সেই আশঙ্কা করতেছি Loser Loser At Wits' End At Wits' End
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
210523
মাজহারুল ইসলাম লিখেছেন : সেই ভদ্র লোক আমার গুরু লোকমান ভাই
266789
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
মামুন লিখেছেন : মূল লেখককে অনেক ধন্যবাদ। চলার পথে এমন হরহামেশা দেখছি তো। কি বলব? এটাই নাকি এখনকার ট্রেন্ড? এই কি সভ্যতা? Rose Rose Rose Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
210537
মাজহারুল ইসলাম লিখেছেন : এর জন্য দায়ী ভারতীয় সংস্কৃতি এবং আমাদের সরকার কারন তাদের জন্য আজ ভারতীয় সংস্কৃতি আমাদের দেশের মানুষ গগ্রহণ করতেছে।
267093
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২০
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : যারা এরকম ভাবে চলে তারা কি আস্তিক নাকি?
269866
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৬
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File