আপনার অন্তর জগত কার দখলে....?
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ০৯ এপ্রিল, ২০১৪, ১০:৩৫:১৫ সকাল
আজব দুনিয়াদারী! হাত-পা, মুখ-পেট সবই তাঁর। তাঁরই খাদ্যে ভরপুর এই ধরনী। শুধু হাত দিয়ে মুখে দেওয়া...ব্যাস...বাকী কাজটাও তাঁর। খাদ্য হজম করিয়ে দিয়ে তার ভিটামিন গুলো রক্তের মাধ্যমে সঞ্চালিত করার কাজটাও তাঁর......।
বিবেক বুদ্ধিও তাঁর দেওয়া। এবার কপালের কথা বলি.....।
এই কপালটা তাঁর.....এই জমিনটাও তাঁর, শুধু শুকরিয়া স্বরূপ দৈনিক ৫ বার কপালটি জমিনে ঠেকিয়ে তাঁর প্রশংসা করতে তিনি বলেছেন।
কপাল এবং জমিন দুটিই তাঁর। তাঁর জমিনে তাঁরই সৃষ্ট কপাল ঠেকবে তাঁর স্মরনে শুধু এইটুকুই.....।
বন্ধুরা.....যারা নামাজ ছেড়ে দিলেও মনে বিন্দুমাত্র অনুসোছনা জাগেনা বুঝে নিবেন আপনার অন্তর জগত আর আপনার নেই ওটা অনেক আগেই ইবলিশের দখলে চলে গেছে।
আপনার চোখ আছে কিন্তু আপনি অন্ধ। প্রতিনিয়ত আপনি আল্লাহর আদেশ অমান্য করে মস্তবড় কুফরী করে চলেছেন.....।
যদিও মাঝে মাঝে হঠাত আপনি নিজ থেকে বলে উঠেন....নাহ! আর নামাজ ছেড়ে দেওয়া যাবেনা......কাল থেকে নিয়মিত নামাজ ধরব......। কিন্তু সত্যি কথা কি জানেন?
আজ ইবলিশ তাঁর দায়িত্বে একটু অবহেলা করেছে বলে আপনার মনে একটু অনুসোছনা এসেছে। কিন্তু কাল থেকে আপনি নামাজ ধরবেন এটা জানার পর আগামী কাল ইবলিশ তাঁর ডিউটি কঠিনভাবে পালন করবে। তাই আগামী কাল থেকে নামাজ শুরু করা আপনার জন্য আজকের চেয়ে বহুগুন কঠিন হবে।
বন্ধু, আগামী কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এটার নিশ্চয়তা আছে কি? কোন নিশ্চয়তা নেই...। তাই আজ থেকেই শুরু করুন না.....।
আজ থেকে কেন, এখন থেকেই শুরু করুন শয়তানকে সুযোগ দিবেন কেন?
কি? ভাবছেন পরনের পোশাক নোংরা? সমস্যা কি....... ওটা পাল্টিয়ে নিন। আর অতিরিক্ত না থাকলে যা আছে তা দিয়েই শুরু করুন......আল্লাহ ক্ষমাশীল।
কিংবা ভাবছেন আপনি সুরা বিশুদ্ধভাবে পড়তে জানেননা এইতো......? মনে রাখবেন নামাজের জন্যই সুরার প্রয়োজন.....এখানে নামাজ বিশেষ করে রুকু এবং সিজদা মুখ্য বিষয়। তাই যতটুকু পারেন তা দিয়েই নামাজ পড়ুন আর আস্তে আস্তে দুএকটা করে সুরা মুখাস্ত করার চেষ্টা করুন। সবচেয়ে উত্তম হল জামাতে নামাজ পড়া....কারন ওখানে সুরা পড়ার প্রয়োজন কম।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখা চালিয়ে যান
মন্তব্য করতে লগইন করুন