রবীন্দ্রনাথ ঠাকুর এর ঠাকুর পরিবার
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৯ এপ্রিল, ২০১৪, ১০:৪১:৫৮ সকাল
রবীন্দ্রনাথ ঠাকুর এর বংশ পদবি ছিল কুশারী .. জগন্নাথ কুশারীকে হিন্দু সমাজচ্যুত করা হয় পির-আলী ব্রাম্মনদের ( দুই জন ব্রাম্মন মুসলমান হয়েছিলেন এবং তাদের অমুসলিম পরিবার ) কন্ন্যা বিবাহ করার দায়ে ..অবশেষে জগন্নাথ কুশারী এর ছেলে পঞ্চানন কুশারী এবং পির-আলী ব্রাম্মন কাকা বাবু সুখদেব হিন্দু সমাজের লাঞ্চনা থেকে রক্ষা পেতে বাংলাদেশের যশোহর অঞ্চল ছেড়ে নৌকাযোগে কলকাতার গোবিন্দপুর গ্রাম এ আসেন.. সেখানের জেলেরা পঞ্চানন ও সুখদেব কে দেখে ভাবলো যে এই দুই জন ব্রাম্মন ঠাকুর যশোহর এর ব্রাম্মন পল্লী থেকে স্থানীয় জেলেদের পুজো আর্চা শেখানোর জন্য গোবিন্দপুর এসেছেন তাই জেলেরা সুখদেব ও পঞ্চানন কুশারীকে ----- ঠাকুর ----- বলে সম্বোধন করতে লাগলো ... পঞ্চানন কুশারী হয়ে গেলেন পঞ্চানন ঠাকুর .... গোবিন্দপুর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়াম দুর্গ সংলগ্ন যেখানে ১৭০৭ সাল এ চাকরি পেল পঞ্চানন ঠাকুর ( কুশারী ) এর ছেলে জয়রাম ঠাকুর ( কুশারী ).. ইংরেজরা জয়রাম ঠাকুর ( কুশারী) এর ঠাকুর নাম ইংলিসাইজ করে ডাকতে লাগলো " Tagore " বলে ... ১৭৫৬ তে জয়রাম এর মৃত্যুর পর তার উত্তরাধিকার সূত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর চাকরি পেল তার ছেলে নীল মনি ঠাকুর ( কুশারী ) .. ১৭৫৭ তে বাংলার কর্তিত্ব, সম্পদ নবাব সিরাজ এর কাছে থেকে ইংরেজদের দখলে আসায়, রাতারাতি ফুলেফেঁপে উঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারি নীল মনি ঠাকুর ( কুশারী ) ও হয়ে যান অঢেল সম্পদের মালিক... হুগলির তীরে পাথুরিয়াঘাটায় নির্মিত বিশাল অট্টালিকায় থাকতে শুরু করেন নীল মনি ঠাকুর ( কুশারী ) .. ইংরেজ মহলে ঠাকুর ( কুশারী ) পরিবারের ওঠাবসা আর রাজাসুলভ লাইফ স্টাইল চালু হলো নীল মনি ঠাকুর ( কুশারী ) এর সময় থেকে যা চূড়ান্ত রূপ নিইয়ে ছিল নীল মনি এর নাতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ( কুশারী ) এর সময়....তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর ( কুশারী ) অবৈষয়ীক মানুষ ছিলেন. এবং তার সুযোগ্য পুত্র হলেন নোবেল বিজয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ( কুশারী )
''রবীন্দ্র জীবনকথা'''-প্রভাত মুখোপাধ্যায়
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে কথাডা কি হাচাঁ?
রবিন্দ্রনাথ ঠাকুরের পুর্ব পুরুষ দের এক অংশ খুলনা যশোর অঞ্চল জয়ি খান জাহান আলির সহযোগি ছিলেন। তার নামেই তাদের বংশকে পিরআলি বা পিরইল্লা ঠাকুর বলা হয়।
মন্তব্য করতে লগইন করুন