প্রজন্ম মঞ্চে তাফসীর মাহফিল।
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৩ মার্চ, ২০১৩, ০৯:২৬:১৭ রাত
মিরপুর-১০, অনেকদিন ধরেই একটা প্রজন্ম মঞ্চ অবস্থান করছে বেশ উদ্দিপনার মধ্য দিয়েই।প্রত্যেকদিন থাকে কনসার্টের আয়োজন চলে হরেক রকম গানা বাজানা, কি মনোরোম পরিবেশ বিরাজ করে ভিড়ও জমে বেশ।আজ হঠাৎ দেখি কুরআনের তাফসীর মাহফিল হচ্ছে থমকে দাড়ালাম রীতিমত অবাকও হলাম কিছু টুপিওয়ালা হুজুর এইখানে তাফসীর করে চলেছে।পরে এও বুঝলাম মহামান্য রাষ্ট্রপতির রুহের মাগফেরাতের জন্য এই আয়োজন।তাফসীর স্রতাদের দিকে তাকালাম কি মনোরোম পরিবেশ এখানে নারী পুরুষের নেই কোন ভেদাভেদ মঞ্চের সামনে সবার কি সুন্দর সহাবস্থান।জীবনে এই প্রথম নারি পুরুষের পাশাপাশি বসে তাফসীর শুনতে দেখলাম শুধু শুধুই অন্য সব জায়্গায় নারি পুরুষের আলাদা বসার ব্যাবস্থা করে।সবাইকে এই মনোরোম পরিবেশ থেকে বঞ্চিত করে।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন