মনে সুখ নাই রে , সুখ পড়ানের পাখি
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৩ মার্চ, ২০১৩, ০৯:৩৬:২৬ রাত
মনে সুখ নাই রে , সুখ পড়ানের পাখি ,
৯, ৯টা বিয়া কইরা নানান জায়গায় থকি ॥
পরথমেতে বিয়া করলাম জেলা শহর ঢাকা ,
বৌ মোরে ভালা পায় না ভালা পায় মোর টাকা ॥
তারপরেতে করলাম বিয়া জেলা শহর ভোলা ,
বৌ আমার লইয়া আইলো সঙ্গে কইরা পুলা ॥
তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালি ,
বৌ আমার ভাল্লাগে না , ভাল্লাগে মোর শালী ॥
তারবাদেতে করলাম বিয়া শহর গোয়ালন্দ ,
বৌ এর কাছে শুইয়া দেখি আঁশটে মাছের গন্ধ ॥
এরপরেতে করলাম বিয়া জেলা শহর সিলেট ,
বৌ এর দিকে চাইয়া দেখি চক্ষু দুইটা বুলেট ॥
তারপরেতে করলাম বিয়ে বন্দর চিটাগাং ,
কথায় কথায় বৌয়ে আমার টাইন্নে ধরে কান ॥
তারপরেতে করলাম বিয়া জেলা বাগেরহাট ,
প্রথম রাতেই বৌয়ের ভারে ভাইঙ্গা গেল খাট ॥
তারপরেতে করলাম বিয়া জেলা বগুরা ,
বৌ আমার খুবই ইস্মার্ট পুরাই উড়াধুড়া ॥
তারপরেতে করলাম বিয়া জেলা খুলনা ,
ছুইতে গেলেই বৌয়ে কয় আমায় ধইরো না ॥
বিষয়: বিবিধ
৫৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন