"জোসনা ঝরা রাত"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ৩০ মে, ২০১৩, ০৭:১৫:৩৬ সন্ধ্যা
আমি ছিলাম তার আকাশের
তারায় ভরা রাত
মেঠো পথটি মাডিয়ে যেতাম
হাতে রেখে হাত।
খেঁয়া পারের সঙ্গী হতাম
জোসনা ঝরা রাতে
স্বপ্ন দিয়ে গল্প বুনতাম
কাটবে জীবন সাথে।
রাত পেরিয়ে ভোর পেরিয়ে
আসল দিনের আলো
স্বপ্ন ভেঙ্গে বুঝলাম আমি
বাসতে নাইরে ভালো।
বিষয়: বিবিধ
২৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন