আবু আশফাক কর্তৃক মিলান সফর(পর্ব তিন)এর কাব্যরুপ: ভ্যানিসের আরোও ছবি আছে।
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মে, ২০১৩, ০৭:৩২:২৫ সন্ধ্যা
ইতালির ভ্যানিসে প্যারিস থেকে আমি
ট্রেনে চড়ে স্বস্ত্রীক ২০শে এপ্রিল নামি।
ভাগিনা আর ছাত্র বেলার বন্ধু ছিল সাথে
মিলিত হয় ক্লাসমেটে মিলান সেন্ট্রাল পথে।
সবাই মিলে গল্পে গল্পে পেৌছি ভ্যানিস নগর
নেইনি কোনো গিফট কিনিয়া গোলাপ কি বা টগর।
সাগর বুকে ভ্যানিস রূপি সুন্দরের এই রানী
তাকিয়ে দেখি চারি দিকে আ-হিমাচল পানি।
বড় বড় দালানগুলো পানির পরেই ভাসে
পর্যটকের মনটা তাতে একলা একলাই হাসে।
গলিগুলো ঢাকার মতো চিপাচাপা দেখায়
কিন্তু আমায় নতুন করে পরিছন্নতা শেখায়।
ঘুরে দেখতে নগরটাকে আছে অনেক বোট
পায়ে হেটেও যাবে দেখা যদি না পান চোট।
আছে সেথায় আমার দেশের বন্ধু প্রতিম ভাই
দেশ মাতৃকার লাভেই তারা সেথায় নিয়েছে ঠাই।
কেউবা বেচে খেলনা ফুল আর কেউবা বেচে খাবার
হৃদ্যতার-ই ছোয়া পাবেন যখন যাবেন আবার।
দেশি বলেই বলে বন্ধু নিবো না কোনো দাম
বন্ধু তুমি ভ্রাতৃত্বের ছোয়ায় পরাও কেন লাগাম ?
এই কবিতাটি আবু আশফাক আমার মিলান সফর(পর্ব তিন) এর পোষ্টে মন্তব্য দিয়েছিলেন। আমি তার অনুমতিক্রমে নতুন করে পোষ্ট করে দিলাম কিছু নতুন ছবি সহ।
মিলান সফর(পর্ব চার) এ থাকবে ইতালির জেনেভ শহর যেকানে দাড়িয়ে আছে কলোম্বাসের জাহাজ।
বিষয়: বিবিধ
২৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন