যে গণহত্যা ঘটে গেল সিরিয়ায় ( ২ মে, ২০১৩)
লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ৩০ মে, ২০১৩, ০৭:০৪:৩৪ সন্ধ্যা
২ মে, সিরিয়ার আল বায়দা গ্রামে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী ও প্যারামিলিটারি বাহিনী (National Defense Force)। গ্রামবাসী আটকা পড়ে যায়। সেখানে প্রায় দুই শতাধিক মানুষকে (নারী, পুরুষ ও শিশু) গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে। অনেক পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে। সরকারী টেলিভিশন বলছে, শুধু ৪০ জন বিদ্রোহী কে হত্যা করা হয়েছে। কিন্তু পালিয়ে বেচে আসা দুই জন মহিলার (অম, আবেদ) সাক্ষাতকার থেকে জানা যায়, তারা গুলির শব্দের সাথে সাথে মানুষের চিৎকার শুনতে পান। নিরাপত্তা বাহিনী বাড়িতে বাড়িতে যেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পুরুষদেরকে বের করে দিতে বলে, না হলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। সকাল ৬ টার সময় বাইরে বের হয়ে বর্ণনাকারী তার স্বামী ও শ্বশুরের মৃতদেহ দেখতে পায়। রাস্তায় মৃতদেহ ডিঙ্গিয়ে ছাড়া চলার উপায় ছিল না। চারিদিকে রক্ত আর রক্ত। বর্ণনার সময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। কিছু তদন্তহিন ভিডিও থেকে দেখা গেছে, ঘরের মধ্যে পড়ে আছে লাশের সারি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। আরও আছে এখানেঃ
http://www.bbc.co.uk/news/world-middle-east-22684359
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন