জাতির ক্রান্তিকাল!! সবার উপলব্ধি কাম্য

লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৪:৩২ রাত

একটি দেশে বিভিন্ন মত, পথ ও আদর্শের মানুষ বাস করে। সকলের সহযোগিতা, অংশগ্রহন ও সহমর্মিতা, পারস্পারিক শ্রদ্ধাবধের মাধ্যমে গড়ে ওঠে সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। কিন্তু রাষ্ট্রের অধিকাংশই যদি নিজ নিজ মত ও পথকে আঁকড়ে ধরে অন্যকে হেয়, আক্রমন, পরাস্ত করতে চায়, তাহলে রাষ্ট্রের ভিত্তি ভেঙ্গে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় সবাই।





প্রতিপক্ষের মত ও আদর্শকে, দাবিকে যতই দমানোর চেষ্টা করা হোক না কেন, তা দেশের ক্ষতি ডেকে আনে। আজ যারা নিজেদের শক্তিশালী ভেবে প্রতিপক্ষকে পদাবনত করতে চাচ্ছে, একদিন যে এই পরিস্থিতির পরিবর্তন হয়ে তাদের বিপদ ডেকে আনবে না, এর কোনই নিশ্চায়তা নেই। সাবধান!!!

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File