গোলাম আযমের জানাজায় এত মানুষ কেন? পীর হাবিবুর রহমান জানতে চায়.
লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ২৭ অক্টোবর, ২০১৪, ০১:০১:৪৬ রাত
পীর হাবিবুর রহমান, আপনার লেখাটি আমি পড়েছি।
http://www.bd-pratidin.com/open-discuss/2014/10/26/39223
আপনার জানা আছে, শাসকগোষ্ঠীর অন্যায়, অত্যাচার, আর দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ হয়ে এখন চেতনার ফেরিওয়ালাদের আর দেখতে চায় না। স্বঘোষিত চেতনাবাজদের জঘন্য, ভয়ানক, নাস্তিক্কবাদি রুপ, এদেশের মানুষ দেখেছে।
এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ইসলামকে ভালবাসে, সেই ইসলামের মৌলিক আকিদায় সরকারের ছত্রছায়ায় কিছু নাস্তিক, মন্ত্রী, এম্পিরা বারবার আঘাত করা সত্তেও সরকার শুধু নামমাত্র, লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়। আর বিশাল মুসলিম জনগোষ্ঠী প্রতিবাদ বিক্ষোভে রাস্তায় নামলে তাদের নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হায়।
আপনি এদেশের ইসলামের বাস্তব অনুসারীদের ধর্মান্ধ, মৌলবাদী বলছেন। কিন্তু চেতনার ছত্রছায়ায় যারা ক্ষমতা দিয়ে সাধারন মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে, মানুষ খুন করছে, তাদের আপনি কোমল সুরে উপদেশ দিলেও নিপীড়িত জনগন এদের চিনে।
আর অধ্যাপক গোলাম আজম এসব নিপীড়িত মানুশদের একজন, তাই গোলাম আজমের জানাজায় এত মানুষ।
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন