ইসলাম ও মানবতা
লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ১৬ জুলাই, ২০১৩, ০৬:২২:১২ সন্ধ্যা
অনেক মানবতাবাদীদের জোর গলায় বলতে শুনি মানবতাই আসল ধর্ম, অন্য কোন ধর্মের প্রয়োজন নেই। ধর্মের চেয়ে মানবতা বড় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কোরআন শরীফ পর্যালোচনা করলে দেখি, এতে মানবতা নিয়ে এত বিস্তারিত নসিহত করা হয়েছে, যা মানবতাবাদীদের অভিধানেও এত নেই। ইয়াতিমের যত্ন নেওয়া, সম্পদ রক্ষা, প্রতিবেশীদের খোঁজ নেওয়া, ওজনে ন্যায্যতা বজায় রাখা, অসুস্থ বেক্তিকে সেবা করা সহ এত বেশী বিষয় সন্নিবেশিত আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং ইসলামই মানবতার ধর্ম।
দেখুন সুরা মাউনে (১০৭)
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
সুরা আদ দুহা (৯৩)
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
আপনি জানেন, সে ঘাঁটি কি?
তা হচ্ছে দাসমুক্তি
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
এতীম আত্বীয়কে
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
বিষয়: বিবিধ
১৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন