যেভাবে শেষ হলো আমার 'ফারসি' ভাষার প্রাথমিক ধাপ.... Wave Wave

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ৩০ মে, ২০১৩, ০৬:৫৫:২১ সন্ধ্যা



এই বছরের ৮ ফেব্রুয়ারি পা দিয়েছিলাম ইসলামি বিপ্লবের দেশ 'ইরানের' মাটিতে। দেখতে দেখতে আজ পেরিয়ে গেছে ৪ মাসের কাছাকাছি কিছু সময়। সময় কারো জন্য অপেক্ষা করেনা সেটা তারই প্রমান।

কয়েকদিন আগে শেষ করলাম আমার ফারসি ভাষার প্রাথমিক ধাপ। ফলাফলও গ্রহণ করেছি যেদিন ফলাফল সেইদিনই দ্বিতীয় ধাপের ক্লাস শুরু হয়েছে । নেই কোন বিরতি ।



প্রাথমিক ধাপের চেয়ে দ্বিতীয় ধাপটি তুলনামূলক কঠিন তাই দিনের বেশির ভাগ সময় পড়াশুনার উপর দিয়ে অতিবাহিত করতে হচ্ছে। At Wits' End At Wits' End

এবার প্রাথমিক ধাপের ফেলে আসা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি,

আমাদের ক্লাসে আমি ও তুরস্কের একজন বাদে সবাই আরব দেশের নাগরিক যেমন, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামেন। প্রথম প্রথম ভাবতাম এদের সাথে কিভাবে চলা যেতে পারে কিন্তু আজ প্রাথমিক ধাপ শেষে মনে হচ্ছে সব কিছুই সম্ভব।



ফারসি ভাষায় কয়েকটি হরফ ছাড়া সবই আরবি হরফ। তাই আরব দেশের নাগরিকদের জন্য ফারসি ভাষা শেখাটা আমাদের মত ওতটা কঠিন নয়।

আমি অনারব হওয়ায় শিক্ষকগন আমার প্রতি আলাদা নজর রাখতেন, প্রত্যেকটি বিষয় আলোচনা করার পরে জিজ্ঞাসা করতেন বিষয়টি বুঝতে পেরেছ কিনা। তাদের আন্তরিক্তায় আমি মুগ্ধ হয়েছি।

আমার মনে হয়েছে তাদের যদি এরকম আন্তরিকতা না থাকতো তবে অনারব হয়ে ফারসি ভাষা শেখাটা প্রায় অসম্ভব হতো আমার জন্য।

আপনারা জানেন যে, ইরানে নারীদের অগ্রাধিকার অনেক বেশি যা বলে শেষ করা যাবেনা। যারা আমাদের দেশে বলেন,

ইসলামে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্ছিত করা হয়েছে, তাদেরকে ইরানে এনে কিছুটা দেখালে মনে হয় তাদের মতের পরিবর্তন হতে সময় লাগবেনা।



তার কিছুটা প্রমান পাওয়া যায় আমাদের ফারসি ভাষার এই সেন্টারে। এখানে প্রায় ৪০ জন শিক্ষক আছেন তাদের মধ্যে প্রায় ৩২ জনই মহিলা।

ইরানের প্রায় প্রত্যেকটি জায়গায় নারীদের অবস্থান বেশি।

আর শিক্ষকগন সবাই ক্লাসের বিষয়ে সচেতন, যদি কোন কারনে কোন দিন ক্লাস না হয় তবে শিক্ষকগন নিজ দায়িত্বে সে ক্লাস পরবর্তী সময়ে নিয়ে তা পুর্ন করে দেন।



এবার তাদের পরীক্ষার পদ্ধতি কেমন সে বিষয়ে কিছুটা আপনাদের জানায়, পরীক্ষা পদ্ধতি প্রায় Ielts পরীক্ষার মত।

আমার কাছে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা হলো প্রত্যকটি পরীক্ষা শুরু হয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

এভাবেই সমাপ্তি ঘটে আমার ফারসি ভাষার প্রাথমিক ধাপ। Wave Wave Wave

ফলাফল নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম আর থাকাটাই স্বাভাবিক যেহেতু অন্য ভাষায় প্রথম পরীক্ষা। ফলাফল হাতে পেয়ে দেখলাম ৭০% নম্বর পেয়ে দ্বিতীয় ধাপে উর্ত্তীন হয়েছি।

আল্লাহর কাছে শুকরিয়া যে ভালভাবে পাশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

দ্বিতীয় ধাপের জন্য সবার কাছে দোয়া চেয়ে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ...

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File