অণুকাব্য

লিখেছেন লিখেছেন জোনাকি ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৮:১৬ সকাল

শিষ্টাচার

শিষ্টাচারের দিক্ষা যে দেন খুনি।

ভ্রষ্টতারও সিমা থাকে তাহাইতো শুনি।

সিমা ছাড়া সিমার তুমি জানি।

আর কতকাল রক্ত খেয়ে বাঁচবা তুমি রানী?

.

মহব্বতের ঝাঁকা

আমার দেশের রানী তিনি

অভিনয়ে পাকা।

শিষ্টাচারের শিরোমণি,

মহব্বতের ঝাঁকা।

.

অস্কার

অস্কারটা দেব তারে

মস্করা নয় মোটে।

সেরা অভিনেত্রী এমন

পাইবা কোথাই, কোটে?

.

অভিনয়

শাকের নিচে মাছ রাখিয়া মুখ করিয়া নীল।

“মাছের তরে,” কও কিভাবে? “পুড়ে আমার দিল!”

.

চেতনার ফণা

চেতনার ফণা চতুর্দিকে

আতংকে নেই ঘুম।

স্বাধীনতা আজ গুল্লি খাচ্ছে

খুল্লি হচ্ছে গুম।

.

মতান্তর

মতান্তরে মুণ্ডু যে ওড়ে

কই যাবে দেশবাসী?

বড়সিতে ধরে দেশরে ওদিকে

পড়সি বাজায় বাঁশি।

.

গুম

গুমের নাকি ধুম পড়েছে

ঘুম পড়েছে আতংকে।

রক্তগাঙে মা ডুবেছে

কে শোনেরে মাতম কে?

.

ফানা

আমাদের যুগে পথপ্রান্তরে

পায়রা মেলিত ডানা।

তোমরা এযুগে গণতন্ত্ররে

মাইরা করিছো ফানা।

বিষয়: সাহিত্য

১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302569
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৯
কাহাফ লিখেছেন :
সময়োপযোগী চমৎকার অনুকাব্যের জন্যে অনেক অনেক অনেক মুগ্ধময় ভাল লাগা ও ধন্যবাদ!!
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
244740
জোনাকি লিখেছেন : অভিভূত, থ্যাংকস Happy
302572
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
নারী লিখেছেন : চমৎকার অনুকাব্য লিখেছেন।অনেক ধন্যবাদ।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
244741
জোনাকি লিখেছেন : শুভেচ্ছা স্বাগতম Love Struck
302588
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১১
অনেক পথ বাকি লিখেছেন : বাহ বাহ চমৎকার Thumbs Up
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
244742
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।Praying
306247
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কলম চলুক তীক্ষ্ণধার-
যাক মিলিয়ে অণ্ধকার
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৮
247927
জোনাকি লিখেছেন : সালাম নিয়েছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
আপনার কলমও চলুক তীক্ষ্ণধার Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File