ইরাকী ফুড খেলুম রাস্তায়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৫২:২০ সকাল



আজ পোর্টল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ফুটপাথে খাবার খাব। হালকা বৃষ্টির মধ্যেই চলা শুরু হল। পথিমধ্যে একটি স্টোর থেকে কিছু সরঞ্জাম কিনলাম,বলাই বাহুল্য-সবগুলোই রান্না সংক্রান্ত।

৪র্থ স্ট্রিটের খাবারের দোকানগুলোর বেশ কয়েকটি বন্ধ ছিল। উদ্দেশ্য ছিল মিশরীয় খাবার খাব কিন্তু দোকান বন্ধ। হাটতে হাটতে আরেক মাথায় এসে দেখলাম ইরাকী দোকানে এক হিজাবী ভদ্র মহিলা খাবার প্রস্তুতে ব্যস্ত। দোকানগুলো বেশ উঁচু,একেবারে মাথা সমান বা আরও একটু উচু। বোর্ডে নানান খাবারের ছবি আছে,নীচে লেখা হালাল। ভাল লাগল।

সালাম প্রদানপূর্বক জিরো নামক খাবারের অর্ডার করলাম ভেড়া এবং মুরগীর দুটি। উনাকে বললাম আমি অনেক দূরে থাকি,শুধু খাবারের জন্যেই এখানে আসা। উনি খুশী হয়ে হাসলেন, দেখলাম উপরের মাড়ির পেছনের দিকে একটা দাঁতও নেই....বেচারী !! তবে বয়স উনার ৫০ এর বেশী হবে বলে মনে হলনা। ..... উনারা স্বামী-স্ত্রী এই দোকানটি চালান।

উনি আমার কাছে জানতে চাইলেন আমি কোন দেশের। বললাম-বাংলাদেশ। আবারও জানতে চাইলেন মুসলিম কিনা । বললাম -জি মুসলিম। এবং আবারও জিজ্ঞেস করলেন-শিয়া নাকি সুন্নি । বললাম-সুন্নি। আবার জিজ্ঞেস করলেন-আমাদের দেশে শিয়া আছে কিনা। বললাম -নাই। অবাক হয়ে বললেন-তা কিভাবে সম্ভব ! বললাম আমাদের ৯২% লোক মুসলিম এবং সবাই সুন্নি। অল্প কয়েকজন অবশ্য শিয়া আছে কিন্তু আমি তাদেরকে কখনও দেখিনি।

তিনি বললেন সুন্নিদের চাইতে শিয়া ভাল। তার এই সরল উক্তিতে আমার হাসি পেল। তিনিও হাসতে হাসতেই বললেন। বললাম-শিয়ারা ভাল কেন ? তিনি জবাব দিলেন-শিয়ারা বেশী ফ্রেশ চিন্তা করে। এবার একটু জোরে না হেসে কোনো উপাই থাকলো না। জানতে চাইলাম না,সুন্নিদের চিন্তা-ভাবনা ভেজাল বা ফর্মালিনযুক্ত এ তথ্য তিনি কোথায় পেলেন। তিনি বললেন-আমি শিয়া মুসলিম,শিয়ারা ভাল। বললাম-আমি অবশ্য নিজেকে শুধু মুসলিম হিসেবে দেখী। একেবারে সরল লোক না হলে এভাবে কেউ সরাসরি কথা বলতে পারেনা। বিষয়টা হালকাভাবেই গ্রহন করলাম।

শিয়াদের সম্পর্কে আমার জ্ঞান অবশ্য একেবারেই সীমিত। তবে অল্প যা জানি তাতে তাদের মুসলমানিত্ব নিয়েই প্রশ্ন সৃষ্টি হওয়া স্বাভাবিক। কারন তাদের অধিকাংশ লোকই আল্লাহর পাশাপাশি ঈমামদেরকে স্থান দিয়েছে। তাদের ১২জন ঈমাম রয়েছে(ইমাম আলী(রাঃ),হাসান(রাঃ),হুসাইন(রাঃ),ঈমান জাফর সাদিক, ঈমাম মূসা কাদিম,ঈমাম জয়নুল আবেদীন......ঈমাম খোমেনী প্রমূখ) এবং তারা বিশ্বাস করে ঈমামদের কখনও ভূল হয়না,তারা ভুল করতে পারেনা। তারা নিষ্পাপ,নির্ভূল। তারা পথ নির্দেশনা দেন। ঈমামের মর্যাদা রসূল(সাঃ)এর সমান বা নবীদের সমান। এবং ঈমামদের কাছে আল্লাহর বার্তা আসে। ....তারা মাত্র কয়েকজন সাহাবী(হযরত সালমান ফার্সী(রাঃ),আবুযর গিফারী(রাঃ)আলী(রাঃ)সহ কয়েকজন) ছাড়া সকল সাহাবীকে কাফির মুশরিক মনে করে। হযরত ওমর(রাঃ),আবু বকর(রাঃ),ওসমান(রাঃ)সহ সম্মানিত প্রায় সকল সাহাবীই কাফির(নাউযুবিল্লাহ)বলে তারা মনে করে। আর এসকল সাহাবীদেরকে অশ্লীল ভাষায় গালি প্রদান এবং অভিশাপ প্রদানকে তাদের কর্তব্য মনে করে। এমন কিছু বিষয় বিশ্বাস করে ও কর্মকান্ড করে যা সরাসরি শিরক। .....

যাইহোক, আমি দুই প্যাকেট খাবার নিয়ে ধন্যবাদেরসাথে বিদায় হলাম এবং খেতে খেতে পথ চললাম। মিশরীয় জিরোর মত ততটা মজা না লাগলেও বেশ লাগল। এবার এশিয়ান স্টোরে গেলাম। প্রধান উদ্দেশ্য লাউ। কিন্তু পূর্বের দিনের লাউগুলো বিক্রী হয়নি। হাত দিয়ে দেখলাম নরম হয়ে গেছে। দুঃখ পেলেও নরম লাউ'ই কিনলাম।আরও কিছু প্রকার ফলফলাদী,সব্জী কিনলাম। আরেক স্টোর থেকে আরও কিছু রন্ধন সামগ্রী কিনলাম। উদ্দশ্য বারবিকিউ ও স্টেক করা। সেদিন একবার করে ভাল ফল পেয়েছি।

এবার হালাল স্টোর থেকে গরুর মাংস কিনলাম। এদের মাংসের মান খুব ভাল। মুসলিম-অমুসলিম সকলেই এটা কিনে। সাধারণ মাংসে পানির পরিমান বেশী থাকে। এছাড়া তাতে চর্বী থাকে প্রচুর। সম্ভবত পশু হত্যায় ভেতরের রক্তসমূহ সঠিকভাবে বের না করে দেওয়ার কারনে মাংসে জ্বলীয় অংশের পরিমান বেশী থাকে। কিন্তু এখানে মাংস থাকে টাইট এবং বেশ শুকনো ধরনের। তবে এরা দাম বাড়িয়েছে প্রতি পাউন্ডে ১.৫ ডলার,যা আসলেই অনেক। প্রতি কেজী এখন ১৪ ডলার দাম পড়ছে,যা আমার কাছে বেশীই মনে হয়,অবশ্য উপায় নেই।

বাসায় এসে গরুর মাংস রান্না করলাম। কিমা গরুর মাংসের সাথে আলু এবং টমেটো সস ,মশলা মিশিয়ে এক জিনিস বানালাম। এবার বার্গার বানিয়ে খাব। লাউও রান্না করলাম। খেলাম বেশ। তারপরও মনে হচ্ছে আরও খাই.....ওদিকে সেদিনকার বানানো রসগোল্লাসমূহ রয়েছে। মনে পড়ে গেল। যাই এক পিছ মুখে দিয়ে আসি, নইলে আবার মানুষ মন্দ বলবে.............

জিজ্ঞেস করলেন আমি কোন দেশের

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302562
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : Surprised Surprised রসগোল্লা এখনও আছে!! অবাক কান্ড!! Thinking Thinking
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১২
244721
দ্য স্লেভ লিখেছেন : গত পরশুদিন বানাইছিলাম। Happy
302564
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২২
প্রেসিডেন্ট লিখেছেন : যাই এক পিছ মুখে দিয়ে আসি, নইলে আবার মানুষ মন্দ বলবে............. Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Hot Hot Hot Give Up Give Up Drooling Drooling Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৩
244722
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
302566
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : খুব ভালো লাগলো। তবে নিজের শরীরের দিকে নজর দেবেন, ইদানিং খাওয়া-দাওয়া একটু বেশীই হচ্ছে !
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৩
244723
দ্য স্লেভ লিখেছেন : না ,আসলে নিয়ম মেনেই খাই। ...শরীরের দিকে নজর আছে আলহামদুলিল্লাহ
302571
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৭
রাইয়ান লিখেছেন : নাহ ! গরুর মাংসের দাম বড্ড বেশি নিয়েছে বলে মনে হচ্ছে ..... Thinkingঅস্ট্রেলিয়া এদিক থেকে ভালো .... Smug
নরম লাউ এর খবর কি ? সিদ্ধ হয়েছিল তো ঠিকমত ? Tongue
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩০
244848
দ্য স্লেভ লিখেছেন : এখানে মাংসের দাম একচু বেশী,চিকেনের দাম কম। আর লাউ....মনে হচ্ছে পয়সা পানিতে গেছে....Rolling on the Floor Rolling on the Floor
302575
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
নারী লিখেছেন : মানুষ মন্দ বলবে!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Unlucky Unlucky Unlucky
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩১
244849
দ্য স্লেভ লিখেছেন : হুমম সে জন্যেইতো খেলুম বেশRolling on the Floor Rolling on the Floor
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৪
245275
নারী লিখেছেন : উপরের ছবিটা না দিয়ে আপনার তৈরি খাবারের ছবি দিতেন? Tongue Tongue Winking
০৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫১
245321
দ্য স্লেভ লিখেছেন : ওটা তো কমন জিনিস।Happy আমার খাওয়া নতুন কিছু নাRolling on the Floor
302580
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৩
পুস্পগন্ধা লিখেছেন :
আপনি আর কি কি রান্না করতে পারেন? খাওয়া যায় তো? Happy
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩১
244850
দ্য স্লেভ লিখেছেন : চ্যালেঞ্জ করার মত। ব্যপক ভাল রান্না করি Happy Happy Happy
302602
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৭
হতভাগা লিখেছেন : পোস্টের সাথে ছবির মিল কোথায় ? নাকি এসব খাবার খেয়ে এই দশা হয় ।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩২
244851
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে..মনে হয় তাই..Rolling on the Floor Rolling on the Floor
302604
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৬
আফরা লিখেছেন : আপনাকে আমি হুজুর নাম দিয়েছি সেটা আপনার জন্য একেবারে পারফেক্ট হয়েছে ----।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৩
244852
দ্য স্লেভ লিখেছেন : ক্যান ? রান্নার সাথে হুজুরের কি সম্পর্ক ?? আমি কি দাওয়াত খাওয়া হুজুর !Surprised Surprised Surprised Surprised
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫১
244891
আফরা লিখেছেন : রান্নার সাথে হুজুরের সম্পর্ক নেই সম্পর্ক খাওয়ার সাথে হুজুরেরা বেশী খাই খাই করে আপনি ও । আর দাওয়াত পাইলে ঠিকই খাবেন পান না তাই নিজেই রান্না করে খান ।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৫
244952
দ্য স্লেভ লিখেছেন : দাওয়াত না দিলে কি আর করাWorried Worried Worried
302621
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা আপনাকে আরো খাবার সেীভাগ্য দিন!!!


গরুর গোস্তের কেজি তো ভাই এই দেশেই ৪২০ টাকা। লাউ দিয়ে গরুর গোস্ত রানতে পারেন বেশ মজা হয়। গোস্তের কিমায় আলু আর পনির দিয়ে মশলা দিয়ে রান্না করুন। পাউরুটির সাথে খাইতে খুব মজা! জিরো খাদ্যটার বিবরন দিলেন না ভাই!!
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৫
244853
দ্য স্লেভ লিখেছেন : ৪২০ টাকা ?? ২০১৪ সালের শুরুতেও তো ২৫০ টাকা ছিল। খাশি কত তাহলে ?? জিরো হল ভেড়ার মাংস ফ্রাই করে তা একটি নান রুটির মধ্যে রাখা হয়। এরপর কিছু সালাদ ও সস দিয়ে মুড়ে ফেলা হয়। Happy
১০
302638
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। চমৎকার উপভোগ্য লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৬
244854
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। কোন অংশটা উপভোগ্য ? আমার খাওয়া নাকি ঘোরা ??দুটোই তো আমিই উপভোগ করলাম Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
302640
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৩
মোঃজুলফিকার আলী লিখেছেন : মাশআল্লাহ। খানাদানার রেসিপি দেখে জিবে জল আসার উপক্রম হবে। ধন্যবাদ। ভাল কাটুক আপনার সময়।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
244855
দ্য স্লেভ লিখেছেন : আপনার জীবন ও ভাল কাটুক
১২
302644
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : আপনি শূন্যেও ভাল সাইকেল চালান তা বুঝলাম৷ আর কতদিন নিিজে রেঁধে নিজেই খাবেন? হয় অন্যকে রাঁধার জন্য নিয়ে আসুন, নয়ত নিজে রেঁধে তাকেও খেতে দেবার ব্যবস্থা করুন৷ সুন্দর হালাল বিফ যে দামে কেনেন তার অর্ধেক দামে নিতে হলে জলদি আসনু৷ শক্ত লাউও পাবেন৷ এই সুযোগে আর একটা রস গোল্লা চালান করে ছাড়ুন৷
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৮
244856
দ্য স্লেভ লিখেছেন : ভাই এরকম বললে কিন্তু সত্যিই চলে আসব Tongue Tongue আর বিয়ে তো সেই কবে থেকে করতে চাচ্ছি ব্যাটে বলে হচ্ছে না....আপনার ওখানে থাকা খাওয়ার খরচ আমেরিকার থেকে কম নাকি বেশী ?
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৫
244981
শেখের পোলা লিখেছেন : সোজা সাপটা হিসাব হল- দুদিন ফুল টাইম কাজ করলে, আর কেউ যদি রান্নাকরে খায় (ইলিশ বাদে) সাধারণ খাওয়া, তবে মুটামুটি এক মাস চলবে৷
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪০
245003
দ্য স্লেভ লিখেছেন : বলেন কি,,, তাহলে তো খরচ এখানকার থেকে কম। হাউজ রেন্ট কেমন ? ১ বেড,১ বাথ
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪১
245101
শেখের পোলা লিখেছেন : এরিয়া ভেদে কম বেশীী তবে ৮০০/১০০০এর মধ্যে পাবেন৷ আশাকরা যায়৷
১৩
302663
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৩
আকবার১ লিখেছেন : আপনার রান্নার গল্প শুনে জিবে পানি এসে গেল। আমিও গতকাল রান্না করেছিলাম। তবে
মাংশ না। সেমন মাছ। প্রথম মাছের ফিলেট
গুলো ছোট ছোট করে কেটে। হলুদ, মরিচ,আদা,মেখে তেলে ভেজে রাখলাম। পরে
পেয়াজ ভেজে, বেলাইন করে,তেতুল মিশিয়ে সস বানালাম। সাথে ভাজা জিরা,অন্যান্য মশল্লা দিলাম, সাথে সুগার দিলাম। টক, ঝাল,মিষ্ট সস হলো। পরে মাছের টুকরা গুলো সসে এড করে,চুলায় রাখলাম। শেষে চুলা থেকে নামিয়ে ভাজা জিরা দিলাম। খারাপ হয়নি। হূট করে এই রান্না করলাম। কেমন হলো জানাবেন।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪০
244858
দ্য স্লেভ লিখেছেন : কেমন হল তা জানতে আমিও ট্রাই করব,যা থাকে কপালেRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File