গুলশান
লিখেছেন লিখেছেন জোনাকি ১৩ ডিসেম্বর, ২০১৪, ০১:৩২:০২ দুপুর
স্মৃতির কৌটাতে পুরা আতরের আনচান।
গুলশান গুলশান।
কালের কুঁচির ভাজে জমা কত রঙ ঘ্রাণ!
গুলশান গুলশান।
.
মনে পড়ে প্রতিদিন কত হাসি, ধুমধাম!
কত মান অভিমান, অভিনয় নাচগান।
গুলশান গুলশান।
.
কমলা ফুলির ছড়া, সুর করে হতো পড়া
গোল হয়ে হত ঘুরা, হেসেহেসে পেরেশান
গুলশান গুলশান।
.
সেই আমার শিশুবেলা আনন্দ আলিশান
তোর সাথে গাঁথা আছে গুলশান গুলশান।
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত মান অভিমান, অভিনয় নাচগান। Very Nice.
but আপু, এই গুলশান গুলশান এর মানে বুঝলাম না ~~
সেই আমার শিশুবেলা, আনন্দ আলিশান।
তোর সাথে গাঁথা আছে গুলশান গুলশান।
গুলশান আমার ছোটবেলার বান্ধবি।
আশা করি এমন মন মাতানো কবিতা আমরা আরো বেশি করে পেতে থাকব! ভালো থাকুন।
দোয়া করবেন যেন পারি।
ভালো থেকো আফ্রা আপু।
আর বলেন্না আপু দুস্কের কথা। সেভ করে রাখতে গিয়ে প্রাইই ভুল করে পোস্ট করে ফেলি(তখন আবার ড্রাফট করি)। এইতো কয়দিন আগের কথা, তিন দিন পর ব্লগে এসে দেখি আমার রাফ ড্রাফট টাই পোস্ট হয়ে আছে। ওয়াই ফাই এর ফাইজলামির কারণে বুঝিইনি যে লেখাটা পোস্ট হয়েছে। আর আমার খুতখুতি তো আছেই আপু। ভালো লিখতে না পারলে যা হয়
মন্তব্য করতে লগইন করুন