শহীদরা দুর্যোগের রাহাবা!
লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ১৩ ডিসেম্বর, ২০১৪, ০১:০৯:১৮ দুপুর
শহীদরা মিল্লাতের জীবন, মিল্লাতের গৌরব, দুর্যোগের রাহাবার। হতাশাগ্রস্থ মুসাফিরদের জন্য তারা আলোক দিশা, ধ্রুবতারা। সেই ধ্রুবতারাদের একজন শহীদ আব্দুল কাদের মোল্লা। যিনি এই জালিম সরকারের বিচারিক হত্যাকান্ডের শিকার। সত্যিই আপনার শির উঁচুই ছিলো এবং উঁচুই আছে আর উঁচুই থাকবে। ইনশাআল্লাহ একদিন এ জমিনের প্রতিটি ইট বালুকণা কথা বলবেই, এ চত্বর গর্জে উঠবেই, সত্য প্রতিষ্ঠিত হবেই। আপনার এ ত্যাগ বৃথা যেতে পারেনা।
আপনার আরাধ্য ছিলো...
"মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে।
রোগে শোকে মরণ দিও না আমাকে,
বিপদে মুসিবতে নিও না আমাকে।
এমন মরণ দিও চোখ বুজলেই যেন দেখি তোমাকে।"
আপনি যে তোরণে এ রক্তিম সমুদ্দুর পাড়ি দিয়ে শাহাদাতের তীব্র তৃষ্ণা মিটিয়েছেন আমরাও যেন এ তোরণেই শাহাদাতের অমিও সুধা পান করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বহুক্রোশ পথ এগিয়ে নিয়ে যেতে পারি মহান মণিবের নিকট সে প্রার্থনাই করি। আমীন।।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমিও এমন মরণই চাই হে খোদা
মন্তব্য করতে লগইন করুন