আরেকটা যুদ্ধ চাই

লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:৪৮:২৭ সকাল

৪৭ এ যুদ্ধ করে পেয়েছি একটি দেশ

ভেবেছিলাম, এখানেই যুদ্ধের শেষ

৭১ এ যুদ্ধ করে পেয়েছি বাংলাদেশ

ভেবেছিলাম, এখানেই যুদ্ধের শেষ

গণতন্ত্র আজ বেদনা বিধুর

জীবনের সঙ্গীতে যন্ত্রণা সূর

সূখ নাই, শান্তি নাই

আরেকটা যুদ্ধ চাই।

গণতন্ত্রের যুদ্ধ চাই

মানবতার যুদ্ধ চাই

বেঁচে থাকার যুদ্ধ চাই

যুদ্ধের কোন বিকল্প নাই

আরেকটা যুদ্ধ চাই।

নদীতে নাই এক ফোঁটা পানি

দু'টি চোখে পানি করে টলমল

মুক্ত ভাষন আজ নির্বাসনে

পায়ে পায়ে শুধু শৃঙ্খল।

ভাষা নাই, আশা নাই

আরেকটা যুদ্ধ চাই।

ন্যায় যুক্তির যুদ্ধ চাই

মোহ মুক্তির যুদ্ধ চাই

সৎ শক্তির যুদ্ধ চাই

যুদ্ধের কোন বিকল্প নাই

আরেকটা যুদ্ধ চাই।

শাসকের চেয়ে আজ শোষক বড়

চারিদিকে শুধু হাহাকার

হত্যা, গুম রাহাজানি

জীবনটা মনে হয় কারাগার!

মায়া নাই, মায়া নাই

আরেকটা যুদ্ধ চাই।

প্রতিবাদের যুদ্ধ চাই

প্রতিরোধের যুদ্ধ চাই

সুশাসনের যুদ্ধ চাই

যুদ্ধের কোন বিকল্প নাই

আরেকটা যুদ্ধ চাই।

৪৭ এ যুদ্ধ করে পেয়েছি একটি দেশ

ভেবেছিলাম, এখানেই যুদ্ধের শেষ

৭১ এ যুদ্ধ করে পেয়েছি বাংলাদেশ

ভেবেছিলাম, এখানেই যুদ্ধের শেষ।

গণতন্ত্র আজ বেদনা বিধুর

জীবনের সঙ্গীতে যন্ত্রণা সূর

সূখ নাই, শান্তি নাই

আরেকটা যুদ্ধ চাই।

গণতন্ত্রের যুদ্ধ চাই

মানবতার যুদ্ধ চাই

বেঁচে থাকার যুদ্ধ চাই

যুদ্ধের কোন বিকল্প নাই

আরেকটা যুদ্ধ চাই।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299355
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন :
''৪৭ এ যুদ্ধ করে পেয়েছি একটি দেশ''


০ ৪৭ এ কি যুদ্ধ হয়েছে ? কার সাথে হয়েছে ?

299363
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : আরেকটা যুদ্ধ চাই।

গণতন্ত্রের যুদ্ধ চাই

মানবতার যুদ্ধ চাই

বেঁচে থাকার যুদ্ধ চাই

যুদ্ধের কোন বিকল্প নাই

আরেকটা যুদ্ধ চাই।
৪৭, ৭১, এবং ১৫ । ২০১৫ হোক মানবতার মুক্তির ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File