"কিভাবে করি আজ বিজয়ের গৌরভ??"

লিখেছেন লিখেছেন মোমিন হোসেন ১৭ ডিসেম্বর, ২০১৪, ০২:৪১:৩৭ দুপুর

ইতিহাসের পান্ডুলিপি খুজে আমি,

আজ্‌ও বুঝিলামনা কোন

বর্বরতার জবাব দিয়ে

বিজয় হলো এ ভূমি।

চারিদিকে ছড়িয়ে আছে

পরাজয়ের সৌরভ,

কিভাবে করি আজ বিজয়ের

গৌরভ।

জাতীয় কবির লেখা কেন

জাতীয় সংীত নয়?

এমনতর বুদ্বি বিবেক

বিজয়-স্বাধীন কি করে হয়!

এই বিজয় দিবসে কতো যে

সুরে গাই,

হিন্দী গানের জোয়ার দেখতে পাই।

ছোট বড় ঘরে বাইরে আকাশ

মিডিয়ায়,

দেখছি কিসের বিজয় সত্যি

নিরুপায়।

দেশ প্রেম আর বিজয়ের তুবড়ি

ছোটাই মঞ্চে মুখে মুখে,

অপসংকৃতির আওয়াজ তবে

দিতে হবে রুখে।

প্রতিবাদের অস্ত্র তুলে

ধুয়ে মুছে বিদায় করে

অত্যাচারের গ্লানি।

সবার কন্ঠে যেন ভেসে

উঠে বিজয়ের বাণী।

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295214
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
ভিশু লিখেছেন : বিজয় এসেছে - তবে ভারতের। আর বাংলাদেশ জয় করেছে একটি ভূখণ্ড, কিন্তু প্রকৃত স্বাধীনতা পায় নি এখনো।
295222
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
295240
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
মোমিন হোসেন লিখেছেন : ১০০% সটিক ভাই ভিশু
295241
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
মোমিন হোসেন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই আলমগীর মুহাম্মদ সিরাজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File