আল্লাহ সর্বত্র বিরাজমান

লিখেছেন লিখেছেন শুভ্র ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:৪৫:৫১ সকাল

পূর্ব ও পশ্চিম আল্লারই।

অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও,

সেদিকেই আল্লাহ বিরাজমান।

নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

সূরা বাকারা/১১৫

আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো।

(বিশ্ব-জাহানে) তাঁর আলোর উপমা

যেন একটি তাকে একটি প্রদীপ রাখা আছে,

প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে,

চিমনিটি দেখতে এমন

যেন মুক্তোর মতো ঝকঝকে নক্ষত্র,

আর এ প্রদীপটি যয়তুনের

এমন একটি সমৃদ্ধ গাছের তেল দিয়ে

উজ্জল করা হয়,

যা পূর্বেরও নয়, পশ্চিমেরও নয়।

যার তেল আপনাআপনিই জ্বলে ওঠে,

চাই আগুন তাকে স্পর্শ করুক বা না করুক।

(এভাবে) আলোর ওপরে আলো।

আল্লাহ যাকে চান

নিজের আলোর দিকে পথনির্দেশ করেন।

তিনি উপমার সাহায্যে লোকদের কথা বুঝান।

তিনি প্রত্যেকটি জিনিস খুব ভালো করেই জানেন।

সূরা আন নূর/৩৫

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299367
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : আল্লাহ যাকে চান

নিজের আলোর দিকে পথনির্দেশ করেন।

অনেক ধন্যবাদ আপনাকে ।
299377
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৭
শুভ্র লিখেছেন : আপনার জন্য অনেক অনেক শুভকামনা। @লজিকাল ভাইছা
299381
০৫ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৮
শেখের পোলা লিখেছেন : কোরআনের বিশিষ্ঠ আয়াত গুলির এটি একটি৷ আরও কিছুর আশা রইল৷ ধন্যবাদ৷
299455
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৬
শুভ্র লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File