মানব ধর্ম
লিখেছেন লিখেছেন শুভ্র ১৯ জানুয়ারি, ২০১৫, ১০:২৬:৪৮ সকাল
মানব ধর্ম
সাম্যবাদী ধর্ম
সনাতন ধর্ম
প্রকৃতির ধর্ম
শান্তিবাদী ধর্ম
মানেই আরবী ইছলাম ধর্ম।
ধর্ম কখনো নুতন, বিচ্ছিন্ন, সাম্প্রদায়িক বা দল-উপদলীয় নয়, বরং মানবিক ও প্রাকৃতিক।
শান্তিবাদ/সাম্যবাদ বা মানব ধর্মে প্রচলিত মুছলমান, শিয়া, ছুন্নী, কাদিয়ানী, হিন্দু, খৃষ্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ, জৈন যাবতিয় দল-উপদল স্বীকার/ সমর্থন বা গুরুত্ব দেয় না।
সর্বকালের মানবগোষ্ঠির একক ধর্মই স্থান, কাল, পাত্র ও ভাষাভেদে এবং সর্বকালের ধর্মান্ধ, গোঁড়ামিদের হিংসা বিদ্বেষ ও পেশাদারি স্বার্থের কারণে সকল জাতির মূল ধর্মের-ধর্মগ্রন্থের সঙ্কোচন-সংযোজন করে ধর্মীয় সাম্প্রদায়িকতার জন্ম দিয়ে সমগ্র বিশ্বে আজ একে অপরকে খুন ও ধ্বংসলীলার চরম প্রতিযোগিতায় লিপ্ত। তাই কুরআন ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে প্রমান করা হয়েছে যে, একক মানবজাতির মাঝে দাবিদার.....
হিন্দু: হিন্দু নয়; বৌদ্ধ: বৌদ্ধ নয়; শিখ: শিখ নয়; ইহুদি: ইহুদি নয়; খ্রিস্টান: খ্রিস্টান নয়; মুছলিম: মুছলিম নয়:
১. যতক্ষণ পর্যন্ত তারা একাকার উপাস্যে (আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর, গড) বিশ্বাসী না হয়।
২. যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ প্রেরিত সকল রাছুল-নবী, সকল ঐশী গ্রন্থের ওপর সমভাবে বিশ্বাস স্থাপন না করে।
৩. যতক্ষণ পর্যন্ত তারা স্ব-স্ব দলের মনুষ্য রচিত উপ-ধর্ম গ্রন্থ অর্থাৎ দুনম্বরী গ্রন্থ ত্যাগ করে মূল ঐশী গ্রন্থে ফিরে না আসে।
৪. যতক্ষণ পর্যন্ত তারা নম্র, ভদ্র, আদর্শ, পরোপকারী, ন্যায়বাদী, পরিশ্রমী, ত্যাগী, নিবেদিত ও শান্তিবাদী তথা মানবতাবাদী না হয়।
৫. যতক্ষণ পর্যন্ত তারা অন্যায়, অত্যাচার, অবিচার, হিংসা অহংকার, যাবতীয় ব্যক্তি ও দলীয় স্বার্থ ত্যাগ না করে।
৬. যতক্ষণ পর্যন্ত তারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার এবং করার শক্তি সাহস অর্জন করতে না পারে।
৭. যতক্ষণ পর্যন্ত তারা নিরপেক্ষ ও সাম্যবাদী শক্তি ধারণ করতে না পারে।
৮. যতক্ষণ পর্যন্ত পেট ও পিঠের সমাধিকার বাস্তবায়ন করতে না পারে ।
৯. যতক্ষণ পর্যন্ত মানুষ মাত্রই একক পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে না পারে।
মানব জাতির ধর্মে মাত্র ৩টি দল:
* আস্তিক= আদর্শ, সভ্য, জ্ঞানী, ভদ্র, শৃঙ্খল, শান্তিবাদী
* নাস্তিক= অসভ্য, অভদ্র, মূর্খ, উশৃঙ্খল , অশান্তিবাদী দল।
* প্রতারক= দু-মুখ, আরবীতে যাকে মুনাফিক বলে
(আস্তিকদের সংখ্যা গরিষ্ঠই প্রতারক দলের এবং এরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতিকারক)
বিস্তারিত জানতে মানব ধর্ম সংস্কার বইটি পডুন
সতর্ক
* কুরআন অনুযায়ী যারা নির্দেশ দেয় না বিচার-মীমাংসা করে না; তারাই কাফের, ফাছেক ও জালেম। [৫:মায়েদা- ৪৪-৪৯]
* সমাজে অশান্তি ও গোলযোগ সৃষ্টি করা খুনাখুনির চেয়েও নিকৃষ্ট কাজ। [২: বাকারা-১৯১, ২১৭]
সূত্রঃ http://www.humanrelreformation.org/
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন