খবর আছে খবর
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:৩৬:৩৭ সকাল
খবর আছে খবর
খবরটা জবর!
শুনতে হলে
জানতে হলে
করতে হবে সবর
কাছে এসে শুনুন!
স্বপ্নগুলো বুনুন
হচ্ছে সকাল
যাচ্ছে অকাল
আশায় দিন গুনুন!
দুঃসময় টানে আছে
সুসময় গানে আছে
সমস্যা সাময়িক
স্রেফ বেসামরিক
জীবনের মানে আছে!
একদিন ঠিকই সব
হয়ে যাবে উৎসব!
সেইদিন দূরে নয়
খবরটা উড়ে নয়
যায় শোনা কলরব
বিষয়: সাহিত্য
৮৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন