যখন মনের সীমান্ত হয় অরক্ষিত
লিখেছেন লিখেছেন জোনাকি ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:১৯:১৬ সকাল
যখন মনের সীমান্ত হয় অরক্ষিত
অবাধ্য সব ভাবনা ঢুকে পড়ে।
ঝলোমলো দুরন্ত দিন দেয় জ্বালিয়ে
অজান্তে সব নেয় যে চুরি করে। ![]()
কোথায় তখন অতন্দ্র ওই সৈন্যশ্বাপদ?
গর্জেনাতো দিগুণ সাহস ভরে।
মনের ভুলে ঘুমন্ত মন সর্বহারা
এইভাবে হয় শুধু বারেবারে।
বিষয়: সাহিত্য
১০৬১ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন