যখন মনের সীমান্ত হয় অরক্ষিত
লিখেছেন লিখেছেন জোনাকি ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:১৯:১৬ সকাল
যখন মনের সীমান্ত হয় অরক্ষিত
অবাধ্য সব ভাবনা ঢুকে পড়ে।
ঝলোমলো দুরন্ত দিন দেয় জ্বালিয়ে
অজান্তে সব নেয় যে চুরি করে।
কোথায় তখন অতন্দ্র ওই সৈন্যশ্বাপদ?
গর্জেনাতো দিগুণ সাহস ভরে।
মনের ভুলে ঘুমন্ত মন সর্বহারা
এইভাবে হয় শুধু বারেবারে।
বিষয়: সাহিত্য
১০৪৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন