ব্লগে বানান সচেতনতা

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:১৮:২৫ সকাল



আসলে উপযাচক হয়ে পরামর্শ দেয়া অনুচিত হবে। তবুও বিপর্যস্ত অবস্থা দেখে শুধু এতটুকুই বলবো... অবস্থা ‘করুণ’ তাই সময় থাকতে কিছু ‘করুন’।

বাংলা একাডেমির বাংলা অভিধানটা অনুসরণ করাই শ্রেয়। যা লিখবেন তার বানান যা ইচ্ছে তাই লেখার চেয়ে আগে তা যাচাই করে নিন...প্রথম বাক্যে সংকেত দিয়েছি।

মনে করুন ‘অবাঞ্ছিত’ শব্দটার জায়গায় আপনি লিখলেন ‘অবাঞ্চিত’ আপনার মনে হবে আপনি ঠিকই আছেন তবে লিখুন নিশ্চিত হয়ে।

আপনি দূর্ঘটনা লিখলে তা যে ভূল লিখেন বুঝতে পারেন কি?

মানে দুর্ঘটনা/ভুল ‍ূ কার না ‍ু কার

আর ধরুন আপনি যৌন হয়রানির শিকার তাহলে যদি লিখেন স্বীকার তো আপনি কি স্বীকার করলেন আল্লাহ মালুম...

তাই একজন সচেতন ব্লগার হিসেবে যে কোন শব্দ লিখে সার্চ দিন দেখবেন ঠিকটা পেয়ে যাবেন...তবে প্রথম আলো/সমকালের বানান রীতিটা গ্রহণ করবেন যদিও প্রথম আলোর নিজস্ব বানানা রীতি আছে তারা এখন কাহিনী এভোবে লিখছে কাহিনি...

তবে বাংলা বানানের রীতি যে একাডেমি প্রণয়ন করে সেই বাংলা একাডেমির অভিধানের পাতা ওল্টানোর অভ্যাস করুন তাই ভালো...

এই যে ভালটা এভাবেও চলে...

মনে করেন আপনি ভাল কলামিষ্ট তবে ভুল হবে কারণ আপনি ভাল কলামিস্ট...

ব্লগের লেখাগুলো সম্পদ এ সম্পদগুলোকে সমৃদ্ধ করুন

বিভ্রান্ত হবেন না এতে জানবেন অনেক কিছু...তাতে গড়মিল নয় আপনি যে এতদিন গরমিল করছিলেন তা বুঝবেন

শেখার মজাটাই আলাদা সচেতন লেখক তথা উচ্চতর মানুষ হিসেবে আপনি শিখবেন শেখাবেন

মজার বিষয়না: দিঘি, দীঘি, দিঘী তিনটি বানানই ঠিক।

আপনাকে পুলিশ বাধা দিল না বেঁধে রাখলো ‘ ‍ঁ ’ বিন্দুর সুন্দর ব্যাবহার জানার মজা পাওয়া যাবে...

বর্ষণ/ধর্ষণ ণ দিয়ে তবে দর্শন এভাবে...বানান মজাদার একটি জিনিস...

আপনি যখন বানানে পটু হবেন তখন আপনিও ‘সঞ্চিতা’ লিখলে তা ঠিক হবে ‘সঞ্চয়িতা’ লিখলেও...

বিষয়: বিবিধ

১৬৫৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275890
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০০
কাহাফ লিখেছেন :
খুবই প্রয়োজনীয় একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করায় অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
আসলে... আমাদের মত সাধারণ পাঠকদের আধিক্যই বেশী,অন্যদের অসাধারণ লেখনী পড়ে পড়ে দু'একটা মন্তব্যও করে থাকি। জানার দৈন্যতা অনেক,প্রয়োজনীয় উপকরণের অভাব বোধ করি সদাই। সঠিক বানান জানা না থাকায় অশুদ্ধ দিয়েই ভাব প্রকাশ করি।
এব্যাপারে সবার সুদৃষ্টি কামনা করছি আমরাও..........। Rose
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:০৭
220485
প্রগতিশীল লিখেছেন : ধন্যবাদ
275903
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণ বিষয় নিয়ে লিখেছেন। নিয়মিত লিখুন এ বিষয়। আমাদেরও অনেক জানা হবে। অবাঞ্চিত শব্দটি যে ভুল বানান এতদিনে জানলাম। শুদ্ধ তবে অবাঞ্ছিত
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:০৯
220486
প্রগতিশীল লিখেছেন : আমিতো নিয়মিতই জানছি...আজ জানলাম পরা আর পড়া...বই পড়াও যা গাছ থেকে পড়াও তা...
275910
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার শিক্ষামূলক একটি পোস্ট লিখেছেন। ধন্যবাদ।
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:০৯
220487
প্রগতিশীল লিখেছেন : Happy Happy ধন্যবাদ
275923
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৫
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর পোষ্ট। আশা করি নিয়মিত লিখে আমাতের উপকার করবে।
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
220488
প্রগতিশীল লিখেছেন : এই নিয়মিত লেখাটাই...জানুয়ারির পর এই পোস্ট...
275924
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩১
জহুরুল লিখেছেন : অবস্থা ‘করুণ’ তাই সময় থাকতে কিছু ‘করুন’।আসলেই ভাই বানানের ক্ষেত্রে আমার অবস্থা করুণ।
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
220489
প্রগতিশীল লিখেছেন : আল্লাহ মাফ করুন...
275926
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
বানানের ব্যপারে বাংলা একাডেমির নিয়ম অনুসরনই সহজ মনে হয়।ই-কার ও উ-কার এর ক্ষেত্রে হৃস টা যে কোন ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ন ও ণ এর ক্ষেত্রেও এটা সহজ করা ভাল।
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১১
220491
প্রগতিশীল লিখেছেন : ঠিকই তো অনুসরণ করুন...
276585
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বাংলা বানান আমাদের ছোটবেলা থেকে এত বেশি বিবর্তিত হয়েছে যে সেই আমি যার কোন বানান ভুল হতনা এখন তার অনেক বানানই বাংলা ভাষার নতুন অভিধান অনুযায়ী ভুল। ইংরেজীর মত বাংলায়ও একটা নির্দিষ্ট এবং অপরিবর্ত্নীয় বানানরীতি প্রয়োজন।
উত্তম পোস্ট, অনেক অনেক ধন্যবাদ Good Luck
২৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৪
221782
প্রগতিশীল লিখেছেন : আসলে ব্লগে সবার বানানের দুরাবস্থা দেখে এরকম পোস্ট দিলাম...কেউ যদি দুখের পোস্ট এভাবে দেয় কেমন দেখায় বলুন-
মুসলিমরা নির্যাতনের ‘স্বীকার’
‘বালবাসা’ অন্ধ
‘বিপদগ্রস্থ’ ‘ক্ষতিগ্রস্থ’
আর এই মুহূর্তের এক পোস্টে : ভাষা সৈনিক গোলাম ‘আজম’ স্যারের সাথে ‘কিছুক্ষন’

আসলে ভাষার বানান ও উচ্চারণ দুটাই জরুরি...সে মাতৃভাষা ও কুরআনের ভাষাসহ সব ক্ষেত্রেই প্রযোজ্য

২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৭
221801
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
280478
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৪
এস এম আবু নাছের লিখেছেন : ভালো লিখেছেন। অনেক ধন্যবাদ গ্রহন করবেন। Thumbs Up Thumbs Up Thumbs Up
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৬
237897
প্রগতিশীল লিখেছেন : গ্রহণ করলামWinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File