ঈদের ছড়ালী
লিখেছেন লিখেছেন জোনাকি ০৮ অক্টোবর, ২০১৪, ০১:১২:৪৩ দুপুর
কি যে দারুণ সবাই যখন হাসে
কোলাকোলি করে ভালোবেসে।
কি যে দারুণ সবার যখন মিল
সালাম দোয়ায় সকলে ঝিলমিল
সুধু কাঁদে আজকে আযাজিল।
কি করে যে মনে দিবে ঢিল।
কেউ দিওনা ওর দিকে আজ মন
ভুলে যাও আজ দ্বিধা রাগের ক্ষণ।
বিষয়: সাহিত্য
১১৯৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোলাকোলি করে ভালোবেসে।
কি যে দারুণ সবার যখন মিল
সালাম দোয়ায় সকলে ঝিলমিল
সত্যি প্রতিটা দিন যদি এমন হত ।
তোমায় পড়েছে মনে
তো কাকে মনে পড়ে ছড়া ফল্লো
....তাকেই খুজছি...হয়ত পয়দা হয়েছে,মাগার দেখা নাই
ধন্যবাদ
বাইরে তাকাই যায়না চেনা দেশ
হালকা তালে চলছে সবাই ফ্রেশ।
ওমা এমন পরিপাটি বেশ!
এ যেন এক নতুন পরিবেশ।
অসাধারণ অসাধারণ অসাধারণ!!!! আমিতো ফিদা হয়ে গেলাম রে!!!
ব্যাপক বিনোদন, দিয়ে যান নন স্টপ!
(ফিদা?)
এটা পোস্ট দেয়ার সাথে সাথেই পড়েছিলাম, কিন্তু তখন মন্তব্য করতে পারিনি-
দোয়া করি- আগের মত আবার নিয়মিত হোন
'শাইনী চুলের বাবু'র জন্য অনেক দোয়া রইল
আপনাদের দেয়া উৎসাহে ফিরে আসি ডুবে থেকে আবার ভাসি।
জি আচ্ছা দোয়া পৌঁছে দিব। আপনার সাইফের জন্যেও দোয়া রইলো।
বাবুটাকে দেখেই গাল টানতে ইচ্ছে করতেছে
মন্তব্য করতে লগইন করুন