ঈদের ছড়ালী

লিখেছেন লিখেছেন জোনাকি ০৮ অক্টোবর, ২০১৪, ০১:১২:৪৩ দুপুর



কি যে দারুণ সবাই যখন হাসে

কোলাকোলি করে ভালোবেসে।

কি যে দারুণ সবার যখন মিল

সালাম দোয়ায় সকলে ঝিলমিল

Big Hug

সুধু কাঁদে আজকে আযাজিল।

কি করে যে মনে দিবে ঢিল।

কেউ দিওনা ওর দিকে আজ মন

ভুলে যাও আজ দ্বিধা রাগের ক্ষণ।



বিষয়: সাহিত্য

১১৯৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272293
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩০
216440
জোনাকি লিখেছেন : ঈদের শুভেচ্ছা।
272300
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৩
ফেরারী মন লিখেছেন : ভাল্লাগলো ..... সুন্দর সুন্দর Thumbs Up Thumbs Up Rose Rose
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৯
216442
জোনাকি লিখেছেন : ঈদের শুভেচ্ছা Happy Happy
272302
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশআল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ । আপনাকে ঈদ মুবারক
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৯
216507
জোনাকি লিখেছেন : ঈদ মুবারাক। Happy
272312
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : কি যে দারুণ সবাই যখন হাসে

কোলাকোলি করে ভালোবেসে।

কি যে দারুণ সবার যখন মিল

সালাম দোয়ায় সকলে ঝিলমিল


সত্যি প্রতিটা দিন যদি এমন হত ।
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
216498
জোনাকি লিখেছেন : ধন্যবাদ আফরা আপু।
272357
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:০১
বাজলবী লিখেছেন : শুভেচ্ছা ঈদের। ভালো লাগলো।
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২৬
216539
জোনাকি লিখেছেন : ঈদের শুভেচ্ছা।
272395
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৭
দ্য স্লেভ লিখেছেন : ঈদের এই শুভ ক্ষনে
তোমায় পড়েছে মনে
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৮
216570
জোনাকি লিখেছেন : বাহ! সুন্দর!
তো কাকে মনে পড়ে ছড়া ফল্লো Tongue
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪২
216583
দ্য স্লেভ লিখেছেন : তাকে সুধু মনে পড়ে
....তাকেই খুজছি...হয়ত পয়দা হয়েছে,মাগার দেখা নাই
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৭
216589
জোনাকি লিখেছেন : দেখা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কারো উপর নির্ভর করে বসে থাকলে চল্বেনা।
272494
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায়রে এতো দেখি মহা কিপটা, কলমের কালি শেষ হয়ে গেল!!!! দুই লাইন লিখেই শেষ। যাই হোক কলমে কালিল আর মতলবে কাসির!!!
ধন্যবাদ
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
216730
জোনাকি লিখেছেন : আরো শুনবেন?
বাইরে তাকাই যায়না চেনা দেশ
হালকা তালে চলছে সবাই ফ্রেশ।
ওমা এমন পরিপাটি বেশ!
এ যেন এক নতুন পরিবেশ।
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
216742
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসসালামুয়ালিকুম।

অসাধারণ অসাধারণ অসাধারণ!!!! আমিতো ফিদা হয়ে গেলাম রে!!!

ব্যাপক বিনোদন, দিয়ে যান নন স্টপ!
১০ অক্টোবর ২০১৪ রাত ০৪:০১
216846
জোনাকি লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম।
(ফিদা?)
272801
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : টোপলা গালে কি ভরেছেন আপু? ঈদ কেমন কাটল! Happy Rose
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
217008
জোনাকি লিখেছেন : টোপ্লা গালে রাগ ভরা। তো তাই বলছিলাম ঈদের দিনে হাসি দিয়ে (গাল) ফুট্টুস করতে।
272861
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এটা পোস্ট দেয়ার সাথে সাথেই পড়েছিলাম, কিন্তু তখন মন্তব্য করতে পারিনি-

দোয়া করি- আগের মত আবার নিয়মিত হোন

'শাইনী চুলের বাবু'র জন্য অনেক দোয়া রইল
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৭
217060
জোনাকি লিখেছেন : ওয়ালাইকুমাসসালাম...

আপনাদের দেয়া উৎসাহে ফিরে আসি ডুবে থেকে আবার ভাসি।

জি আচ্ছা দোয়া পৌঁছে দিব। আপনার সাইফের জন্যেও দোয়া রইলো।
১০
274291
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দারুন.... সুন্দর Thumbs Up
বাবুটাকে দেখেই Bee Give Up Tongue গাল টানতে ইচ্ছে করতেছে I Don't Want To See I Don't Want To See

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File