নীচের ফখরুল সাহেবের পোষ্টের উত্তর এইখানে! তিনি আমারে ব্লক করিছে তাই সেই খানে উত্তর দিতে পারলাম না।
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৮ অক্টোবর, ২০১৪, ১০:৫৩:৪৭ সকাল
আগে জানতাম এই ব্লগে আমিই একমাত্র বে-আক্কেল এহন দেখছি আমনে আমার পিছনে খাড়াইয়া দুই নম্বর বে-আক্কেলের হিট লিষ্টে আছেন। এইটা তো আঙ্গো দেশ, আঙ্গো বাড়ির সামনের ঘটনা। শিবিরের কুন এক ওয়ার্ড কর্মী, কামডা করিছে। ধরলাম সে একজন আমনের মস্ত স্থানিয় নেতা!
প্রশ্ন হইল, একজন স্থানিয় নেতার কাম দিয়া পুরো দেশের শিবিরের দন্ড চপকাইলেন! কামডা কি ভালা হইল! মানুষ আমনেরে পিডাইব না তো কি গরু পিডাইব!? এই পোষ্টারডা যদি শিবিরের কেন্দ্র থেইক্যা প্রকাশ করিত তাহা হইলে আমনের মুন্ডু চুপকানো কথার একটা দাম থাকিত। গ্রাম ওয়ার্ড থেইক্যা কুন একজন এই ধরনের কাম যে কেউ করিতে পারে। দল বড় হইলে সমস্যাও বড় হয়। আবুল তাবুল বলিল লতিফ্যা! শেখ হাসিনা কি করিতে পারছে? তাই বলে কি লতিফ্যার পুরা দোষ আওয়ামীলীগ নিছে?
মিয়া হাসাইলেন আর সকল ব্লগারদের পাদাইলেন। লেখিতে জানিলে লেখক হয়না, মান-মর্যাদা আর কান্ড জ্ঞানকে দেমাগে রাখিতে হয়। আমনে যেহেতু জামায়াত-শিবির থেকে বিতাড়িত ব্যক্তি, তাই আমনে এই জাতের খবর গুলা নিজের পকেটের টাকায় কিনা লন, হেইডা সবাই জানে। বিদ্যা দিয়া নিজে কিছু না শিইখ্যা অন্যরে শিখাইতে গেলে লতিফ্যার মত দশাই হইবে।
আর এই কামডা যে শিবির করিছে হেই কথাডাই বা আমনেরে কে কইল? বালের ছেলে অথবা আমনের মত পিছনে লাইগা থাকার মত মানুষের উৎসাহ পাইয়া দ্বিতীয় কুন ব্যক্তি করে নাই, হেই কথা আমি বিশ্বাস করি কেমনে?
যাউক গ্যা দুঃখ পাইবার কুন কারণ নাই, শিবিরের কেন্দ্রিয় সভাপতিরে পুন করেন, তিনি কি বলেন, সেই কথা শুইনা নতুন কইরা পোষ্টান। আমরা ও নতুন তথ্য পাইয়া ধন্য হইব। স্থানীয়, আঞ্চলিক, গাঁও গেরামের ছবি দিয়া পুরো দেশের মন্তব্য একমাত্র দ্বীতিয় শ্রেনীর আহম্মক করিতে পারে, বুদ্ধিমানে এই কাম করেনা।
আমনেরা কেউ পারিলে, আমার এই উত্তর গুলা ফখরুল সাহেবের পোষ্টে পোষ্টাই দিবেন। তিনি আমারে ব্লক মারিছেন এমন কি আমার অতিতের সুমদয় মন্তব্য গুলা মুইছা দিছেন। উত্তর দিতে না পারিয়া, তিনি এই কামডা করিছেন, যাতে কইরা তার বস্তা পচা কাহিনী বলিবার জন্য ভালা রাস্তা পাইয়া যান, ইসলামি তেনা হইয় তিনি কামডা ভালা করে নাই।
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দয়া করে প্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করুন ।
আপনার পরামর্শ সাদরে গ্রহণ করা হলো ।
দয়া করে বলবেন কি আপনার প্রোফাইল পিকটা কতটুকু ইসলাম সম্মত ?
।
আপনার লেখনীর সাথে সহমত পোষণ করেও বলছি-- এই ধরণের ব্যানার বানানোতে অসুবিধাটা কোথায়? দ্বীন সম্পর্কে ভালো ভাবে জেনে তারপর 'ফতোয়া' মারতে আসতে বলেন 'ব্যাটা ফখরুল' কে।
স্বীয় স্বার্থে অন্ধ হয়ে 'ব্যাটা ফখরুল' বিতর্ক সৃষ্টি করছে শুধু।
মন্তব্য করতে লগইন করুন