সুখের গল্প
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৮ অক্টোবর, ২০১৪, ০৬:৫৭:০৯ সকাল
সুখ গল্প লিখবো বলে
বাড়িয়েছি যেই হাত
মেঘের ঘোরে হারিয়ে গেছে
রুপালি সেই চাঁদ।
স্বপ্ন যখন সাজাই আমি
তারার মেলার মাঝে
দমকা হাওয়া সব নিয়ে যায়
বিকেল বেলার সাঁঝে
সব রঙের মাঝে যখন
খুঁজছি তোমার রং
ঢেউয়ের ছোঁয়ায় ভেসে গিয়ে
করছে আলিঙ্গন।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কানছেন কেনো।
অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন