ব্লগারদের নিয়ে কবিতা সবাই লিখেন তাই আমিও চেষ্টা করলাম ভুলগুলো মাফ করে দিবেন...
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২০ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৯:৪৫ সকাল
মেঘ ভাঙা রোদ পড়ছেন যখন মুক্তিকন্যার ছাদে
সুর্যের পাশে হারিকেন নিয়ে ছুটছেন দ্যা স্লেভ আগে।
সিটিবিজিটি ভাবছেন এবার হঠাৎ বৃষ্টি হবে,
বৃত্তের বাইরে দাড়িয়ে আছেন আফরা ভিশুকে নিয়ে।
বিষন্নতায় ডাকছে যখন নীলকন্ঠ আর ভোরেরপাখি।
হতভাগা দাড়িয়ে আছেন যা বলতে চায় আজি।
জাতির চাচা , আল্আমিন, দুষ্টপোলা মিলে
তুমি আমার শাহেনশাহ বলছেন লোকমানরে পেয়ে
ঘুম ভাঙাতে চাই, বলে যখন আসলেন রেহনুমা
পুস্পগন্ধা ডেকে বললেন ছালছাবিল এবার এসোনা.
কাহাফ যখন চলে গেছেন জুলিয়া, রবার্টের কাছে
চোখের জলে ভাসছেন তখন অবাক মুসাফির বসে।
হককথা চিরঞ্জীব বলছেন আওণ রা'হবার
সত্যলিখন উঠে বলছেন এ হৃদয় আমার তলোয়ার।
নীলসালু চেয়ারম্যান, ব্লগারমেরাজ হারিয়ে গেলেন বলে
শাপলাফুল ফুটেননি তাই মায়াবন বিহারিনী হরিনী দেখে।
প্রবাসী মজুমদার আবু আশফাক আর দেখিনা কেনো
নিশাত জোনাকি এক হয়ে ভাবছেন এবার যেনো।
আরোহি রায়হান প্রিয়ন্তী অনেক ভালো লিখে
সাদিয়া মুকিম ডাকছেন তাই পড়ছি সবাই মিলে।
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ৭৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাতিমামারিয়াম হাসতে হাসতে পড়ে গেলেন কেউ ধ রে ন)
চলে যাওয়া হবে না আমার,যদিও একেবারেই চলে যাওয়ার ইন্তেজার করছি।
আমার প্রিয় বড় ভাগ্নির নাম 'মুহসিনা'
আপনার নাম দেখলে ভাগ্নির কথা মনে পড়ে খুব! প্রবাস কবে শেষ হবে......!!!
খুবই সুন্দর - ভালো লাগলো অনেক যাজাকাল্লাহু খাইর
আপপপু
আমাকে পুস্পগন্ধা আপপুর সঙ্গে দিয়েছেন আমি খুউউউউবই খুশি হোয়েছি। পুস্পগন্ধা আপপু একজন এমেজিং ক্যারেকটার। আই লাইক হার।
”পুস্পগন্ধা ডেকে বললেন ছালছাবিল এবার এসোনা”
পুস্পগন্ধা আপপু আমি এসেছি
আপু আপনার কবিতাটাতে আমার নাম দেখে খুবই খুশী হলাম, আর তাই তো আপনার কবিতাটা আরো ভালো লাগল...।
ধন্যবাদ সুন্দর কবিতার/গবেষনার জন্য...
মন্তব্য করতে লগইন করুন