মা নেই
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০০:৩৭ সকাল
মা নেই তাই কারো আদর পাইনা
মা নেইতো কেউ আর খোঁজ নেয়না ।
মা নেই অভিমানে ও চোখে জল জমেনা
মা নেই নিবিড় জ্বড়ানো আঁচল পাইনা ।
মা নেই তাই ঘরে ফিরতে ইচ্ছে করেনা
মা নেই মুখ দেখে কেউ মন বুঝেনা ।
মা নেই কত যে কষ্ট তা কাউকে বলিনা
মা তুমি নেই তাই আমার কিছুই ভালো লাগেনা ।
বিষয়: বিবিধ
২৬৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন