আমিও ওদের দলে
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৮ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৫:১৪ সকাল
পূর্ণিমার আলোয় প্রকৃতি যখন উদ্ভাসিত
তখন চাঁদটাকে দেখবে বলে
তুমি এসে দাড়ালে
জানালার আরসিতে।
যখন মায়াবী দৃষ্টি দিয়ে
তুমি চোঁখ রাখলে চাঁদের দিকে
ঠিক তখনই ঝলসে গেল তোমার মূখটি।
ঝলসে গেল বলা ভুল হবে
তোমার মূখটি ঝলসে দেওয়া হল।
তোমার করুন আর্তনাদ
সবার মনকে নাড়া দিলেও
পশুগুলোর মনকে নাড়া দেই না।
হয়তো তুমি মেনে নাওনি
তোমার এই ভাগ্যর পরিনতিকে
তাই বেছে নিয়েছিলে আত্বহনন
জানি তুমি ক্ষমা করনি
সেই সব নরপশুকে
ক্ষমা করনি এই সমাজকেও
মাঝে মাঝে নিজের উপর
নিজের ঘৃনা হয়,যখন ভাবি
আমিও ওদের দলে।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন