আসিরুন

লিখেছেন লিখেছেন জোনাকি ১০ জুলাই, ২০১৪, ০৪:৪৩:৪৮ রাত

মালা, বালা, আংটি, নুপুর, নোলক, কানের দুল।

গয়নাগাটির গঙ্গা এদিক; বাপ্রে হুলুস্থুল।

Surprised

সিম, বেগুণ আর ফুলকপিও আছে বাজার ভরা।

কাচকি, পুটি, সইল, রুই আর ইলিশ ইয়া বড়া।

বেগুনি আর পিঁয়াজিও সাজান পাশাপাশি।

জিলাপি, দই, শনপাঁপড়ি, মিষ্টি রাশীরাশি।

ফ্রক, মেক্সি, কামিজ, শাড়ী উপচে পড়া বাহার।

দেখতে দেখতে অশ্রুধারা বাধ মানেনা তাহার।

হিল, স্যান্ডেল, হাইরে কত হরেক পদের জুতা।

হাটতে হাটতে ফোস্কা পড়ে; লাগে কাঁচের গুতা।

Straight Face

আসতেছে ঈদ ব্যাস্ত বাজার, বেশী লাভের ধাঁধা।

“আট আনায় ঐ আইস্ক্রিমটা দিবেন নাকি দাদা?”

“মগের মুল্লুক! যা ছেরি যা! উল্লুক কোহানকার!”

কই যাবে যে আসিরুনের পথ ফুরায়না আর।

দালান গুলো হেলান দেয়া দূর আকাশের গায়।

বাড়ির উপর বাড়ি শুধু আসিরুনের নাই।

হাই কিরে ঘ্রাণ! হালিম, কাবাব, ঘুগনী, আলুর দম।

ক্ষুধা টিপে টুঁটি যে তার যায় বুঝিবা দম।

বিষয়: সাহিত্য

১১১৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243305
১০ জুলাই ২০১৪ সকাল ০৫:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : আহারে কি চমৎকার ভাবে একজন অভাবীর কথা তুলে ধরলেন কবিতায়, একেই বলে কবিতা।
১০ জুলাই ২০১৪ সকাল ০৫:০৮
188984
জোনাকি লিখেছেন : শুকরিয়া। Praying Happy Love Struck
243360
১০ জুলাই ২০১৪ সকাল ১১:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৭
189269
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
243374
১০ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ পিলাচ
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৭
189270
জোনাকি লিখেছেন : ধন্যধন্যবাদ।
243405
১০ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
দ্য স্লেভ লিখেছেন : আছিরুনরা আগে জান্নাতে যাবে। তবে আছিরুনরা ক্ষুধার তাড়নায় আল্লাহকে ভুলে যায় এটাও সত্যি। বুহ মিসকিনকে দেখেছি আল্লাহর শুকরিয়া আদায় করে,তারাই আল্লাহর প্রিয়। বহু গরিব অহংকারে ভুগে এবং তাদের অনেকে পাপ কাজে সহসা লিপ্ত হয়। তারা মূর্খ এবং দূর্ভাগা।

তবে খাবারগুলোর যে বয়ান দিলেন,তা কিন্তু চেখে দেখার মত !!!! এই ক্ষুধার্ত লোকটার প্রতি দয়া করেন....কথায় অঅছে..জীবে দয়া করে যেই নর, সেইজন সেবীছে ব্লগার....Happy
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৫
189267
জোনাকি লিখেছেন : বাস্তব কথার সুন্দর বিশ্লেষণ।
ক্ষুধার্ত কোন লোক্টা? হ্যা-ই তো নিজেই কত সুন্দর খাবার বানায়।
]---
১১ জুলাই ২০১৪ সকাল ১১:৪১
189330
দ্য স্লেভ লিখেছেন : কোন লোক ক্ষুধার্ত তা আপনি জানেন না ? গরুর মাংস আর আটার রুটি তৈরী করে ডাক দেন। নইলে কিন্তু সব ইলিয়াস আলী করে ফেলব Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
243436
১০ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৭
আফরা লিখেছেন : বাজারে সব আছে আমার কাছে শুধু পয়সা নাই ।

অনেক সুন্দর কবিতা ।
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৬
189268
জোনাকি লিখেছেন : হ্যা সেটাই। অনেক ধন্যবাদ আপু।
১১ জুলাই ২০১৪ সকাল ১১:৪৩
189331
দ্য স্লেভ লিখেছেন : বাজারে সব আছে,আমার পকেটে বাজার করার পয়সাও আছে কিন্তু অলসতায় ওঠা হচ্ছে না....কবিতাটা এমনও হতে পারত Smug Smug
243911
১২ জুলাই ২০১৪ রাত ১২:০৯
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর ছন্দে আসীরুনদের জীবনের পুরো কাহিনী উঠে এসেছে। ভাল লাগলো Rose Rose
ইফতারের আইটেম গুলোতে নজর দিলাম না Rolling Eyes
১৩ জুলাই ২০১৪ সকাল ০৯:০৭
189742
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৪ সকাল ০৯:০৭
189743
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
243981
১২ জুলাই ২০১৪ সকাল ০৫:০৯
ভিশু লিখেছেন : হায়! হায়!... Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Chatterbox Chatterbox Chatterbox
কি কর্সেন এগুলা... Drooling Drooling Drooling
১৩ জুলাই ২০১৪ সকাল ০৯:০৮
189744
জোনাকি লিখেছেন : কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File