আসিরুন
লিখেছেন লিখেছেন জোনাকি ১০ জুলাই, ২০১৪, ০৪:৪৩:৪৮ রাত
মালা, বালা, আংটি, নুপুর, নোলক, কানের দুল।
গয়নাগাটির গঙ্গা এদিক; বাপ্রে হুলুস্থুল।
সিম, বেগুণ আর ফুলকপিও আছে বাজার ভরা।
কাচকি, পুটি, সইল, রুই আর ইলিশ ইয়া বড়া।
বেগুনি আর পিঁয়াজিও সাজান পাশাপাশি।
জিলাপি, দই, শনপাঁপড়ি, মিষ্টি রাশীরাশি।
ফ্রক, মেক্সি, কামিজ, শাড়ী উপচে পড়া বাহার।
দেখতে দেখতে অশ্রুধারা বাধ মানেনা তাহার।
হিল, স্যান্ডেল, হাইরে কত হরেক পদের জুতা।
হাটতে হাটতে ফোস্কা পড়ে; লাগে কাঁচের গুতা।
আসতেছে ঈদ ব্যাস্ত বাজার, বেশী লাভের ধাঁধা।
“আট আনায় ঐ আইস্ক্রিমটা দিবেন নাকি দাদা?”
“মগের মুল্লুক! যা ছেরি যা! উল্লুক কোহানকার!”
কই যাবে যে আসিরুনের পথ ফুরায়না আর।
দালান গুলো হেলান দেয়া দূর আকাশের গায়।
বাড়ির উপর বাড়ি শুধু আসিরুনের নাই।
হাই কিরে ঘ্রাণ! হালিম, কাবাব, ঘুগনী, আলুর দম।
ক্ষুধা টিপে টুঁটি যে তার যায় বুঝিবা দম।
বিষয়: সাহিত্য
১১১৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে খাবারগুলোর যে বয়ান দিলেন,তা কিন্তু চেখে দেখার মত !!!! এই ক্ষুধার্ত লোকটার প্রতি দয়া করেন....কথায় অঅছে..জীবে দয়া করে যেই নর, সেইজন সেবীছে ব্লগার....
ক্ষুধার্ত কোন লোক্টা? হ্যা-ই তো নিজেই কত সুন্দর খাবার বানায়।
]---
অনেক সুন্দর কবিতা ।
ইফতারের আইটেম গুলোতে নজর দিলাম না
কি কর্সেন এগুলা...
মন্তব্য করতে লগইন করুন