ফিলীস্তিনি মা
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১০ জুলাই, ২০১৪, ০৫:২৫:১৪ সকাল
তুমি কেনো কাঁদছো মাগো ?
হচ্ছে আমার লেট
এঘর ওঘর যাচ্ছে ভরে
ইয়াহুদ বাদের বুলেট । ।
অশ্রু মুছে হাততুলো মা
গাজা ওলট পালট
যুদ্ধে যাবো দাও সাজিয়ে
করবো তোমায় স্যাল্যুট । ।
খোদাররাহে দিলাম তোমায়
এবার বিজয় হবেই
দ্বীনের জন্য শহীদ হলেই
হাসবো আমি তবেই । ।
১০.০৭.১৪
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার বিজয় হবেই
দ্বীনের জন্য শহীদ হলেই
হাসবো আমি তবেই ।
ফিলিস্তিনে কতমা তার ছেলেকে যুদ্ধে যাওয়ার জন্য জিহাদী সাজে সাজিয়ে দিচ্ছেন।
হে আল্লাহ্ তুমি মুসলমানদের বিজয় দান কর-আমিন......
বাহিরে এসে এক প্যালেস্টাইনী ভাইকে কাছে ডেকে বললাম, আমাদের মন তো মানছে না - একটু বুঝিয়ে বলোনা গাঁজার মা বোন ভাইরা আসলেই কেমন আছে, আমরা তো কোন সত্য খবরের ই দেখা পাচ্ছিনা - সিএনএন বিবিসি আল জাজিরার তথাকথিত ম্যানুফাকচারড ব্যালেন্সড ও উদ্দেশ্যমূলক নিউজ ও এ্যানালাইসিস পাচ্ছি।
ভদ্রলোক বললো, আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি - যতক্ষন বেঁচে আছি খুবই ভাল আছি, ফাইট করছি, স্ট্রাগল করছি। আর মরে গেলে ওপারে ও ভাল আছি, ভাল থাকবো ইনশাল্লাহ। যতক্ষন পয্যন্ত কোরআন ও হাদীস সত্য - আমাদের জন্য এটাই সত্য।
আমি বললাম - আমরা তো কিছুই করতে পারছি না ভাই। বললো - দোয়া করো, সবর করো।
আমরা দোয়া করছি আল্লাহর কাছে যাতে তিনি মুসলিম উম্মাহ লিডারশিপ এর মধ্যে সেন্স আনেন - যাতে তারা ইফতারের নামে বাহুল্য এড়িয়ে যান, সেই টাকা সুযোগ থাকলে মুসলিম ভাইদের জন্য পাঠিয়ে দেন। আমরা দোয়া করছি আমাদের লিডারশিপ আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করতে পাবলিকলী এবং প্রাইভেটলী 'দাব্বাতুল আরদ' তথা ভূপৃষ্ঠের পশু ইজরাইলের নিশৃংসতার বিরুদ্ধে স্টেইটমেন্ট দেয় আর সবর করছি - তাদের হীনমন্যতা দেখে, শয়তানের সামনে তাদের কুন্ঠিত হতে দেখে।
হে আল্লাহ্ তুমি মুসলমানদের বিজয় দান কর-আমিন......
হে আল্লাহ্ তুমি মুসলমানদের বিজয় দান কর-আমিন......
হে আল্লাহ্ তুমি মুসলমানদের বিজয় দান কর-আমিন......
মন্তব্য করতে লগইন করুন