তাকেই দিলাম মন

লিখেছেন লিখেছেন জোনাকি ১০ অক্টোবর, ২০১৪, ১০:০৫:১০ সকাল

[img]http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/jonaki/1412914424.jpg[/im]

শাইনি চুলের বাবরি দোলে, রোদের সোহাগ হেলেদোলে

জুঁইয়ের মত হাসি ঝোলে যখন কথা বলিস।

ঐ মাথাটা লুটিয়ে দিস, তাঁর আদেশে যেথায় থাকিস

হাসি মুখে, সুখেদুখে, তাঁরই পথে চলিস।

.

ঘন পাতায় দিঘল চোখে, কে দিল যে বুদ্ধি মেখে?

অভিমানে মেঘে ভরে আবেগে টলমল!

ঘুম বুলিয়ে দেয় গোপনে, শান্তি ছড়ায় শরীরমনে

সারাটা রাত ধরে যে কে? কে সে আপন বল?

.

তোর শরীরের বিশাল বাড়ি, বানিয়ে দিলেন নিখুঁত ভারি

বাঁচিয়ে রাখেন তোকে যিনি তিনিই আপন জন।

মূর্খ লোকে যে যাই বলুক, যে পথে হোক তারা চলুক

বলবি তাদের যিনি মালিক তাকেই দিলাম মন।

বিষয়: সাহিত্য

১১৪১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272792
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:২২
নোমান২৯ লিখেছেন : বলবি তাদের যিনি মালিক তাকেই দিলাম মন।

অয়াও|অসাধারণ|ধন্যবাদ আপনাকে|
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪২
216998
জোনাকি লিখেছেন : শুভেচ্ছা স্বাগতম!
আমার ব্লগে বুঝি এই প্রথম?
272796
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : ওয়াও ওয়াও ওয়াও Fantastic পয়েম। জাজাকআল্লাহ Thumbs Up Thumbs Up
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৫
216999
জোনাকি লিখেছেন : শিশির ভেজা ভোর
ফুটলো আলো আমার ব্লগে
তোর ছোঁয়াতে তোর।
272805
১০ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৬
রাইয়ান লিখেছেন : খুব সুন্দর লিখেছেন.... অসংখ্য শুভেচ্ছা । Rose
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৮
217000
জোনাকি লিখেছেন : আপু কেমন আছেন?
Rose শুভেচ্ছা।
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:১২
217124
রাইয়ান লিখেছেন : ভালো আছি আপু ! আপনারা ভালো আছেন তো !Happy
272817
১০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৬
অসহায় মুসাফির লিখেছেন : পবিত্র প্রেমের আবরণে মুগ্ধকর শব্দের ছন্দময় প্রদর্শনে কবিতাটি প্রকৃত প্রশংসা ডিজার্ব করে। অসংখ্য শুভেচ্ছা ।
১০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
216919
নোমান২৯ লিখেছেন : হ্যাঁ |!ঠিক বলেছেন|Tongue Tongue
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
217001
জোনাকি লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান Praying
272858
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৯
দ্য স্লেভ লিখেছেন : আপনি একজন স্বভাব কবি। আপনি নিজেও জানেন না তা। আমি লক্ষ করেছি,কবিতা আপনার ভেতরে পয়দা হয়।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৭
217062
জোনাকি লিখেছেন : তাইলে তো কবিই হয়ে যেতাম।
যুগযুগ জিয়ো ভাইজান।
১০ অক্টোবর ২০১৪ রাত ১১:১৪
217076
দ্য স্লেভ লিখেছেন : কবিই তো হয়ে গেলেন...শ'সাল জিয়োHappy Happy Happy Happy
272859
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জাযাকিল্লাহ....

এক কথায় অসাধারণ!!
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
217003
জোনাকি লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতহ!
ওয়া ইয়াকুম।
ধন্যবাদ দেয়ার ভাষা নাই Praying
272882
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৩
ভিশু লিখেছেন : কি সুন্দর করে ছন্দে ছন্দে অক্ষরে অক্ষরে ঐ মালিকেরই গুনগান, তাঁকেই মনটা দেয়ার আহবান... Day Dreaming ভাল্লাগ্লোহ খুব... Praying Angel Good Luck Rose
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
217004
জোনাকি লিখেছেন : ধন্য হলুম।
অনেক করে দোয়া দিলুম। Praying
272904
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
ফেরারী মন লিখেছেন : মূর্খ লোকে যে যাই বলুক; যে পথে হোক তারা চলুক
বলবি তাদের যিনি মালিক তাকেই দিলাম মন।

সুন্দর লিখেছেন আপু জাজাকআল্লাহ Rose
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
217005
জোনাকি লিখেছেন : ওয়া ইয়াকুম।
আসসালামু আলাইকুম।
272912
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
জোনাকি লিখেছেন : এই লেখাটা পোস্ট করার পর থেকেই আমার ব্লগে দেখছিনা। শুধু হোম পেজে ছিলো যা আজ ৩/৪ পাতা উল্টেও পেলাম্না। মডু মামারা কি এই সমস্যার সমাধান করতে পারেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File