***স্বপ্নের আমি***
লিখেছেন লিখেছেন egypt12 ২৩ জুন, ২০১৪, ০৯:২৯:১৮ সকাল
স্বপ্ন না হলে বাস্তব দেখে
হতাশায় ডুবি আমি,
এই হতাশার গভীরতা কত
জানেন অন্তর্যামী।
.
পাইনা আমি খুঁজে পাইনা
জীবনের সমাধান,
তাইতো নিত্য স্বপ্নে ডুবি
গেয়ে জীবনের গান।
.
জীবনটা খুব জটিল গণিত
মেলেনা তো সহজে,
তাইতো আমি স্বপ্নে থাকি
আরবের বুরুজে।
.
স্বপ্ন ছাড়া বাঁচিনা তো আমি
স্বপ্ন নিয়েই বাঁচি,
এরই সাথে জড়িয়ে গেছে
জীবন আঠাআঠি।
.
তাই মনে হয় এ মন থেকে
স্বপ্ন যেদিন হারাবে,
তড়িৎ এসে ফুড়ুৎ করে
মৃত্যু আমায় জড়াবে।
.
২৩.০৬.১৪
বিষয়: সাহিত্য
১০৪৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গতবারের মত এবারও বিরিয়ানীর পেকেট দিয়ে ইফতারী কখন করবেন?
স্বপ্নে ডুবে থাকার মজাই আলাদা, তাই নয় কি?
অনেক ভালো লাগল, ধন্যবাদ।
বাস্তব তো অবসর দেয়না
মন্তব্য করতে লগইন করুন