ভন্ডপীর
লিখেছেন লিখেছেন জোনাকি ০২ জুন, ২০১৪, ০৮:৫১:৪৭ সকাল
ভন্ডপীরের ব্যবসা চলে
ছলেবলে পাত্তি গিলে
আইনপুলিশ কেউ দেখেনা আর।
তাইতো তাদের জমেছে কারবার।
দেওয়ানবাগীর অফিস ঘরে
কে আছে চল আগুন দেরে
হুজুরলেজুড় সব গুলারে ধর।
বেদম পিটান দিবি যে তারপর।
ভন্ডবাবা অন্ধ হলে
সবারি চোখ বন্ধ হলে
শোষনদুষন রুখবে কে আর বল?
অরুনতরুন চলরে চলরে চল।
বিষয়: সাহিত্য
১০২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছলেবলে পাত্তি গিলে
আইনপুলিশ কেউ দেখেনা আর।
তাইতো তাদের জমেছে কারবার।
দেখে যা যারা সব অন্ধ,
পীর মানেই বিদআতি,
দেখেযা চক্ষু খুলি,
ধর ধর পীর ধর,
চোরকে ধরার মতো ধর।
পীর মানেই ভন্ড
হাতে দন্ড
নিয়ে করছ
যা তা কান্ড
করব তোমার-
হাড় গোড় খন্ড খন্ড
খাজা বাবা
গাজা খাবা
কবরে যাবা
এরপর বুঝবা ঠেলা...
মন্তব্য করতে লগইন করুন