ভন্ডপীর

লিখেছেন লিখেছেন জোনাকি ০২ জুন, ২০১৪, ০৮:৫১:৪৭ সকাল

ভন্ডপীরের ব্যবসা চলে

ছলেবলে পাত্তি গিলে

আইনপুলিশ কেউ দেখেনা আর।

তাইতো তাদের জমেছে কারবার।

Thumbs Down

দেওয়ানবাগীর অফিস ঘরে

কে আছে চল আগুন দেরে

হুজুরলেজুড় সব গুলারে ধর।

বেদম পিটান দিবি যে তারপর।

Loser

ভন্ডবাবা অন্ধ হলে

সবারি চোখ বন্ধ হলে

শোষনদুষন রুখবে কে আর বল?

অরুনতরুন চলরে চলরে চল।

বিষয়: সাহিত্য

৯৯৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229343
০২ জুন ২০১৪ সকাল ০৯:০৮
আওণ রাহ'বার লিখেছেন : ভন্ডগুলো নিজেরা গোমরাহ হয়ে মানুষদেরকেও গোমরাহ করছে এদের হটানো সময়ের দাবী।
০২ জুন ২০১৪ সকাল ০৯:৪৮
176063
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভন্ডগুলোর কাছে যারা যাচ্ছে তারা আরো বেশি নিকৃষ্ট প্রানী।
০২ জুন ২০১৪ সকাল ১০:২২
176069
জোনাকি লিখেছেন : ফেসবুকে ঐ বেটার ছবি দেখেই পুরানো এইলেখা ধুম্পোস্ট। এখন মুছে ফেলতে ইচ্ছে হচ্ছে কিন্তু হারিকেনের ভয়ে পারছিনা।
০২ জুন ২০১৪ সকাল ১০:৫৪
176078
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : “মুছে ফেলতে ইচ্ছে করছে” মানে? আমার হাতুড়ি কৈ?
০২ জুন ২০১৪ সকাল ১০:৫৮
176086
জোনাকি লিখেছেন : Big Grin
229352
০২ জুন ২০১৪ সকাল ১০:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভন্ডপীরের ব্যবসা চলে
ছলেবলে পাত্তি গিলে
আইনপুলিশ কেউ দেখেনা আর।
তাইতো তাদের জমেছে কারবার।
Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ জুন ২০১৪ সকাল ১০:৩৩
176072
জোনাকি লিখেছেন : Thumbs Up
229363
০২ জুন ২০১৪ সকাল ১০:৩৯
ইমরান ভাই লিখেছেন : পীর মানেই ভন্ড,
দেখে যা যারা সব অন্ধ,
পীর মানেই বিদআতি,
দেখেযা চক্ষু খুলি,
ধর ধর পীর ধর,
চোরকে ধরার মতো ধর।
পীর মানেই ভন্ড
০২ জুন ২০১৪ সকাল ১০:৫৫
176080
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
176366
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ফাটা ফাটি কুবিতা Love Struck Love Struck
229440
০২ জুন ২০১৪ দুপুর ১২:২৮
দ্য স্লেভ লিখেছেন : তুমি ভন্ড
হাতে দন্ড
নিয়ে করছ
যা তা কান্ড

করব তোমার-
হাড় গোড় খন্ড খন্ড

খাজা বাবা
গাজা খাবা
কবরে যাবা
এরপর বুঝবা ঠেলা...
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
176361
জোনাকি লিখেছেন : সত্য ও সুন্দর বলেছেন।
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
176365
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
229465
০২ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
শুভ্র আহমেদ লিখেছেন : এদের দোষ নাই। এতোই অন্ধ ভাবে কোরান হাদিস বিচার করে যে, আমাদের দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এই এদের কারনেই বাঙালীদের দূর্দশা। নয়তো সৌদি, দুবাই, কাতারের মতোও বাংলাদেশ বিশ্বে স্থান পেতো। কি বলেন?
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
176364
জোনাকি লিখেছেন : দেশে এত সমস্যা যে এদের দিকে তাকানোর ফুরসৎ নেই মানুষের। উপযুক্ত ব্যম্বু থেরাপির নিয়ে কোন তরুনো এগিয়ে আসেনা।পুলিশরা এদের খায় আর সরকারের কথা কি বল্বো :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File