***খোকার ভয়***
লিখেছেন লিখেছেন egypt12 ০২ জুন, ২০১৪, ০৮:৩৬:২০ সকাল
একদিন এক সন্ধাবেলা
খোকা দুয়ারে দাড়িয়ে,
হটাৎ সে দেখতে পেল
চারিদিক গেল রাঙ্গিয়ে।
.
আসলো এক বিশাল দৈত্য
চোখ দুটো লাল লাল,
শুরু হল তার লম্ফ ঝম্ফ
ভাঙল কত যে ডাল(গাছের)।
.
এই না দেখে ভয় পেয়ে যায়
খোকা নির্বাক দাড়িয়ে,
এবার দৈত্য সামনে আসে
চলে যায় তাকে মাড়িয়ে।
.
তাইতো খোকার ঘুম ভেঙ্গে যায়
স্নিগ্ধ সকাল বেলা,
অনেক ভয়ে উঁকি দিয়ে-দেখে
পাক পাখালির মেলা।
.
পাক পাখালি গান শোনাল-
খোকা হল মুগ্ধ,
সেই থেকে খোকা ভোরেই উঠে
দেখতে সকাল স্নিগ্ধ।
.
১৪/০৫/২০১২
বিষয়: সাহিত্য
৯৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন