সপ্তঋষি মন ♥
লিখেছেন লিখেছেন জোনাকি ০১ জুন, ২০১৪, ১০:০১:৫৪ সকাল
তোর সোনালী চুলে দোলে ♥
............................সপ্তঋষি মন।
তোর হাসিতে গোলাপ ফলে কুড়ায়।
............................যে কোনজন?
তোর বুকের বনে হারিয়ে মরার
............................ইচ্ছে অকারণ।
তোর চোখালোকে ডুবে থাকার
............................স্বপ্ন সারাক্ষণ।
তারায় তারায় পাখা পোড়ায়।
..........খোঁজার সাধ কি তবু ফুরায়?
................এইভাবে কি হবে বুড়াই?
সপ্তঋষি মন।............................
তোর সুরের ঘোরে পড়ে কখন ♥
............................পা ভেঙেছে মন?
বিষয়: সাহিত্য
১২৫৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কবিতা ভালো লাগ্লো
লিখবো না আর তুমিহীনা কবিতা''
তাড়াহুড়ায় পোস্ট দিলে শুধু হস্পস হয়।
শুকরিয়া
সুভেচ্ছা
ঘর হইতে দু পা ফেলিয়া
তারায় তারায় খচিত হয়েছিল
আমার পেটের ক্ষুধা
ঝাপসা চোখে ভাজা পুটির মত তারাগুলো
দেখেছি তাকিয়ে
পাশেই রুটির মত চাদটি
দুহাতে ধরে হ্যাচকা টানে
আপন করে পেতে চেয়েছি
দূর ধুরান্তের গগন বিদারী শিয়ালের বাচ্চা
মুরগীর লোভে লোভাতুর নয়নে
খাচার পাশে দাড়িয়ে একতারা নিয়ে
লালন বলেছে মেঘনা শুকিয়ে গেছে
খেতে চেয়েছিলাম বলে এক ফোটা জল
সুবহে সাদিক থেকে
থরে থরে রসগোল্লা
সাজানো হয়েছে দোকানে
খেতে নাহি দিব হায়
তবু যে খেতে হয়
তবু খেয়ে চলে যায়
পয়সা না দিয়ে
...না যথেষ্ট হয়েছে,এবার থামলাম....
মন্তব্য করতে লগইন করুন