কবি কাকা ‘কৈ’
লিখেছেন লিখেছেন জোনাকি ২০ মে, ২০১৪, ০৯:৪৫:৩৭ সকাল
কবিকাকা ‘কৈ’ কিনেছিলো বই
গঞ্জেরহাট থেকে বেচে খাঁটিদই।
গাঙ্গেরপাড়ে বসে, নৌকার ছইয়ে বসে
হেসেহেসে ঐ,
বৈঁচিতলায় শুয়ে, কঞ্চিমাচায় নুয়ে
পড়ে শুধু বই।
একদিন বিকেলে, কৈ কৈ কৈ?
বই খুঁজে কৈ কাকা পৈ পৈ পৈ।
মই এর এই কোনে, বই রেখে আনমনে
ঘুম গেল যেই
কাক এসে একফাঁকে, লালবই টুকটুকে
নিয়ে গেলো সেই।
দেখো যদি কোন কাক ঠোঁটে লালবই
কল দিও, জিরো সিক্স মিস্টার কৈ।
বিষয়: সাহিত্য
১০৩৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা অনন্ত।
إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّـهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ ﴿١٣﴾
নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেযগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। (Al-Hujurat- ৪৯:১৩)
জাযাকাল্লাহু খাইরান।
যেমন
"শুরুতেই গলদ
কিনছি ষাড় দেখি বলদ"
আরো একটা
"তুমি ছিলে আমি ছিলাম হিরো
তুমি নাই আমি জিরো"
এরকম ছোট ছোট কবিতাকে পাতি হিসেবেই জানি।
আমার জানায় ভুল থাকতে পারে।
তবে আমি আপনার কবিতাগুলো মিস করিনা খুব ভালো লাগে কমেন্ট করি আর না করি।
ভুল হয়ে গেলে দুঃখিত এটা আমার জানার স্বল্পতা।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন