আমাদের প্রধানমন্ত্রী কান্না করে নিজের জন্য কিন্তু অন্য দেশের প্রধানমন্ত্রী কান্না করে কী জন্যে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২০ মে, ২০১৪, ০৮:৫৮:০৩ সকাল

বেশ কিছু দিন যাবত মিডিয়াতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রীর চোখে নোমাল দিয়ে মুচছে।



আমি যখন মিডিয়াতে কান্না বেজা চোখটি মুছতে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো প্রতিদিনের নৌকা ডুবিতে শত শত নিখোজ যাত্রীর লাশ দেখে কান্না করছে, কিংবা বাংলাদেশের গুমের হার এত বেশি বেড়ে গেছে যে তার রহস্য কুল কিনারা করতে না পেরে মনের ক্ষোভে কান্না করছে

কিন্তু পরে যখন জানছি কান্নার কারনটা আমাদের জন্য নয়, তার পরিবারের জন্য তখন মনে কিছুটা দুঃখ পেয়েছি

কান্নার মূল কারন হলো তার পরিবার হারানো ব্যথা, কিছু ক্ষোভ কিছু দুঃখ ।

তবে দুঃখ পাওয়ার আমাদের কোন অধিকার নেই, প্রধানমন্ত্রী আমাদের জন্য কী জন্যে কান্না করবেন? ওনার চোখের পানির অনেক অনেক দাম।


সেটা ভেবে আমি আমার দুঃখটা চেপে রাখতে বাধ্য হই।

কিন্তু আজ দুঃখটা দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠলো আমার মনে শুধু মাত্র একটি ছবি দেখে

আর সেটা হলো দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের নিম্মের ছবিটি



মনে মনে ভাবি তার চোখের অশ্রুর তো দাম আছে, তিনি কেন কান্না করবেন, তার পরিবার আবার কিভাবে মরা গেলো। যখন দেখি তিনি কান্না করছেন নিছক ফেরিডুবির ঘটনার কারনে, যেখানে বেশ কিছু স্কুল ছাত্ররা ছিল।

তখন বুঝতে দেরি হলনা, আমাদের প্রধানমন্ত্রীর চোখের পানির দাম আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর চোখের পানির দামের কতটা তফাত।

(দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন–হাই ফেরিডুবির ঘটনায় ক্ষমা চেয়েছেন৷ গতকাল সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ক্ষমা চান৷ ভাষণের দেওয়ার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন৷ ভাষণে পার্ক বলেন, ফেরিডুবির পর কোস্টগার্ড যথাযথভাবে উদ্ধার অভিযান চালাতে ব্যর্থ হয়েছে৷ তাই এই বাহিনী ভেঙে দেওয়া হবে৷

গত ১৬ এপ্রিল সিউল নামের ওই ফেরিডুবির ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয় যাদের বেশির ভাগই স্কুলছাত্র৷সূসূত্র: প্রথম আলো)

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223659
২০ মে ২০১৪ সকাল ১১:৩০
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনা সেদিন একটু শোকাতুর হয়ে উঠেছিলেন! কারণ ভারতের যে সরকার তাঁকে ক্ষমতা পাইয়ে দিয়েছিল,জনস্রোতের প্রতিকুলে দাঁড়িয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে একলা আগলে রেখেছে, তাদের বিদায় ঘন্টা বেজে উঠেছে! এজন্য ৩৩ বছরের পুরোনো ঘটনা নিয়ে প্রতিবছর স্মৃতিচারণে কান্না না পেলেও এবার শোক ফেটে কান্না বেরুচ্ছিল। বোনাস পেলেন চাটুকারদের পারফরম্যান্স! কারণ সেদিন যোগ্য চাটুকারদের মনও ডুকরে কেঁদে উঠেছিল।
২০ মে ২০১৪ দুপুর ১২:২২
170999
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : চোখের পানি কি আপনি দেখেছিলেন?
আমার মনে হয় পানি দেখেন নি,
ওনি আগেই জানতেন যে একটা মুহুর্ত আমাকে ভাব দেখাতে হবে
সে জন্য টিস্যু দিয়ে বার বার চোখ মুচার চেষ্টা করেছেন।
কান্না করতে হলে কোরিয়ার প্রেসিডেন্টের মতো চোখের পানি দেখাবার যায় মত কান্না করতে হবে যাতে জনগন দেখতে পারে
কারন রাজনীতিবীদরা বেশিরভাগ যা কিছু দেখা তা লোক দেখানো, ভিতরে কিছু প্রেম ভালবাসা আছে বলে মনে হয়না আমাদের জন্য
223675
২০ মে ২০১৪ দুপুর ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাছের মায়ের পুত্রশোক!!
২০ মে ২০১৪ দুপুর ১২:২৩
171001
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ওনার এক্সট্রা ভাব দেখলে মনে খুব দুঃখ লাগে ভাই
ওনার বক্তব্য শুনলে কানে তুলো দিয়ে রাখতে ইচ্ছে করে, অথচ আমি রাজনীতি করিনা
223684
২০ মে ২০১৪ দুপুর ১২:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভদ্র আর অভদ্রের পার্থক্য এটাই।
২০ মে ২০১৪ দুপুর ১২:২৬
171002
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ ভাই ঠিক কথাই বলেছেন।
223709
২০ মে ২০১৪ দুপুর ০১:২২
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : প্রধানমন্ত্রী আমাদের জন্য কী জন্যে কান্না করবেন?
ওনার চোখের পানির অনেক অনেক দাম। Big Hug
২০ মে ২০১৪ দুপুর ০১:৪৫
171031
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ভাই ঠিক বলেছেন, ওনার চোখের পানি অনেক দাম
কিন্তু আমাদের কাছে কোন দাম নেই,
পানি গুলো আমাদের জন্য নয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File