আমাদের প্রধানমন্ত্রী কান্না করে নিজের জন্য কিন্তু অন্য দেশের প্রধানমন্ত্রী কান্না করে কী জন্যে।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২০ মে, ২০১৪, ০৮:৫৮:০৩ সকাল
বেশ কিছু দিন যাবত মিডিয়াতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রীর চোখে নোমাল দিয়ে মুচছে।
আমি যখন মিডিয়াতে কান্না বেজা চোখটি মুছতে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো প্রতিদিনের নৌকা ডুবিতে শত শত নিখোজ যাত্রীর লাশ দেখে কান্না করছে, কিংবা বাংলাদেশের গুমের হার এত বেশি বেড়ে গেছে যে তার রহস্য কুল কিনারা করতে না পেরে মনের ক্ষোভে কান্না করছে
কিন্তু পরে যখন জানছি কান্নার কারনটা আমাদের জন্য নয়, তার পরিবারের জন্য তখন মনে কিছুটা দুঃখ পেয়েছি
কান্নার মূল কারন হলো তার পরিবার হারানো ব্যথা, কিছু ক্ষোভ কিছু দুঃখ ।
তবে দুঃখ পাওয়ার আমাদের কোন অধিকার নেই, প্রধানমন্ত্রী আমাদের জন্য কী জন্যে কান্না করবেন? ওনার চোখের পানির অনেক অনেক দাম।
সেটা ভেবে আমি আমার দুঃখটা চেপে রাখতে বাধ্য হই।
কিন্তু আজ দুঃখটা দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠলো আমার মনে শুধু মাত্র একটি ছবি দেখে
আর সেটা হলো দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের নিম্মের ছবিটি
মনে মনে ভাবি তার চোখের অশ্রুর তো দাম আছে, তিনি কেন কান্না করবেন, তার পরিবার আবার কিভাবে মরা গেলো। যখন দেখি তিনি কান্না করছেন নিছক ফেরিডুবির ঘটনার কারনে, যেখানে বেশ কিছু স্কুল ছাত্ররা ছিল।
তখন বুঝতে দেরি হলনা, আমাদের প্রধানমন্ত্রীর চোখের পানির দাম আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর চোখের পানির দামের কতটা তফাত।
(দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন–হাই ফেরিডুবির ঘটনায় ক্ষমা চেয়েছেন৷ গতকাল সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ক্ষমা চান৷ ভাষণের দেওয়ার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন৷ ভাষণে পার্ক বলেন, ফেরিডুবির পর কোস্টগার্ড যথাযথভাবে উদ্ধার অভিযান চালাতে ব্যর্থ হয়েছে৷ তাই এই বাহিনী ভেঙে দেওয়া হবে৷
গত ১৬ এপ্রিল সিউল নামের ওই ফেরিডুবির ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয় যাদের বেশির ভাগই স্কুলছাত্র৷সূসূত্র: প্রথম আলো)
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয় পানি দেখেন নি,
ওনি আগেই জানতেন যে একটা মুহুর্ত আমাকে ভাব দেখাতে হবে
সে জন্য টিস্যু দিয়ে বার বার চোখ মুচার চেষ্টা করেছেন।
কান্না করতে হলে কোরিয়ার প্রেসিডেন্টের মতো চোখের পানি দেখাবার যায় মত কান্না করতে হবে যাতে জনগন দেখতে পারে
কারন রাজনীতিবীদরা বেশিরভাগ যা কিছু দেখা তা লোক দেখানো, ভিতরে কিছু প্রেম ভালবাসা আছে বলে মনে হয়না আমাদের জন্য
ওনার বক্তব্য শুনলে কানে তুলো দিয়ে রাখতে ইচ্ছে করে, অথচ আমি রাজনীতি করিনা
ওনার চোখের পানির অনেক অনেক দাম।
কিন্তু আমাদের কাছে কোন দাম নেই,
পানি গুলো আমাদের জন্য নয়
মন্তব্য করতে লগইন করুন