আমার বাবা
লিখেছেন লিখেছেন জোনাকি ০৫ মে, ২০১৪, ০৮:০১:৫৭ রাত
তোর জন্মদিনের ভোর
সুখের চন্দনে চর্চর।
আসুক আবার নতুন করে; মনেরমত যতন করে
রাখবো তোরে বুকে ধরে।
আমার বাবা আমার বাবা।
অভিজ্ঞতার আলো দিয়ে
সমগ্রসব ভালো দিয়ে।
ধৈর্যহারা, সাহসহারা আর হবোনা দিশাহারা।
আমার বাবা আমার বাবা।
অপুষ্ট সব বছর গেছে
অশান্তিরা ঘর বেঁধেছে
তোর বুকে, তোর দুইনয়নে; আহারবিহার, আর শয়নে।
আমার বাবা আমার বাবা।
আকাশমাটি পর হয়েছে
বাতাস ভেঙে ঝড় হয়েছে।
স্বপন টলে, কালের থাবা।
আমার বাবা আমার বাবা।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন