মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১১ ) মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বিদেশী আগ্রাসনের শিকার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ মে, ২০১৪, ০৭:৫১:১৩ সন্ধ্যা
বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ প্রমাণ করতে যেমন দেশের ভেতর কিছু দেশবিরোধী চক্র লেগেই তাকে । ঠিক একই রকম মধ্যপ্রাচ্যে ও বাংলাদেশী শ্রমিকদের পঁচা , খারাপ ঘৃণ্য ও অপরাধী হিসেবে পরিচিতি করার জন্য আমিরাতে বিদেশী চক্র লেগে আছে ।
মধ্যপ্রাচ্যে ইংরেজী মিডিয়ার ৯০ ভাগ কর্মকর্তা ভারতীয় নাগরিক । ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ তাদের দেশের মানুষ পৃথিবীর প্রায় সব দেশে রয়েছে এবং শ্রমিক থেকে শুরু করে বিশাল গোষ্ঠি রয়েছে উচ্চ কর্মস্তলে । সেই সুবাদে তারা তাদের দেশের ভাবমূর্তি উজ্জল করতে বিরাট ভুমিকা রাখতে সক্ষম । কিন্তু তাদের ভাবমূর্তি আরো উজ্জল করতে গিয়ে অন্যদেশের ভাবমূর্তি খারাপ করা অন্যায় বা ঠিক নয় কিন্তু তারা তা করে ।
বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে শ্রমিকের বাজার বাংলাদেশীদের আয়ত্বে রয়েছে। শ্রমিকের বাজার বাংলাদেশের আয়ত্বে থাকা স্বাভাবিক কারণ আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই পর্যায়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসেন না । তারপরও এই শ্রমিকের বাজার আমাদের আয়ত্বে থাকার কারণে আজ বাংলাদেশের রেমিটেন্সের সিংহ ভাগ যায় যা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য আনন্দের ।
কিন্তু শুধু শ্রমিকের সংখ্যা বেশি হওয়ার সুবাদে মধ্যপ্রাচ্যের ভারতের নাগরিক দ্বারা পরিচালিত ইংরেজী মিডিয়া বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্টের হীন কাজ করতেছে । বাংলাদেশী নাগরিক যদি রাস্তার মধ্যে থুথু ফেলে তা বড় করে পত্রিকার মধ্যে প্রকাশ হয় আবার ভারতীয়রা মদ খেয়ে প্রকাশ্যে চলাফেরা করে সেটা এই সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে না । যদি পুলিশের হাতে বাংলাদেশী একজন পতিতাবৃত্তির দালালির অপরাধে গ্রেপ্তার হয় তাহলে পত্রিকার শিরোনাম হয় এক বাংলাদেশী পতিতাবৃত্তির দালাল গ্রেপ্তার । আর যদি কোনো ভারতীয় নাগরিক এই একই অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে পত্রিকার শিরোনাম হয় এক এশিয়ান পতিতাবৃত্তির দালালির অপরাধে গ্রেপ্তার ।
পাশাপাশি ভারতীয়দের শক্ত কূটনীতির তৎপরতায় তাদের দেশের শ্রমিক ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভাবমর্যাদা উজ্জ্বল করতে সহায়তা করে। ভারতীয় কূটনৈতিকদের তৎপরতার প্রভাব আমিরাত সহ বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশীদের ভিসা বন্ধের অন্যতম কারণ হতে পারে। আমিরাতের জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক অনুষ্ঠানে ভারতীয়দের সরব উপস্থিতি ও সম্পর্ক তাদের অন্যতম কূটনৈতিক বিজয়।
অবস্য এটাও ঠিক বর্তমানে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী অবৈধ শ্রমিকের সংখ্যা বেশি যার কারণে অনেকে অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে । অনেকে পতিতাবৃত্তির দালালি , পর্ণ সিডি বিক্রি , জুয়া খেলা সহ নানান অপরাধের সাথে জড়িত এবং প্রায়ই পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে । তাদের গ্রেপ্তারের ফলে মধ্যপ্রাচ্যের সকল বাংলাদেশী নাগরিকের ইমেজ সংকটের প্রায় মুখোমুখি ।
দেশ থেকে শ্রমিককে লোভ দেখিয়ে বিরাট অঙ্কের টাকার বিনিময়ে এখানে নিয়ে আসে অনেক দালাল। অনেক শ্রমিক দেশে জমি বিক্রি করে , সুদে টাকা নিয়ে বা ধারে টাকা নিয়ে এখানে আসে সেই টাকা পরিশোধের আশায় অবৈধ হতে বাধ্য । পুরুষ শ্রমিকের পাশাপাশি মহিলা শ্রমিকও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত । বাংলাদেশের শ্রমিক আমিরাতে আসার সময় বুঝেশুনে আসেনা যদি প্রত্যেক শ্রমিক জেনে শুনে বিভিন্ন দিক চিন্তা করে আসে তাহলে তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হতনা । বিশেষ করে যদি শিক্ষাগত যোগ্যতা কোনো রকম চলা ফেরার মত অবস্থা করে আসে তারপর ও ভালো থাকা যাবে ।
শ্রমিকের পাশাপাশি যদি শিক্ষিত সমাজকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে বাংলাদেশ সরকারের অর্থে পাঠানো হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্সের পাশাপাশি ইমেজ উজ্জল হবে এবং বিদেশী আগ্রাসন থেকে বাংলাদেশী শ্রমিককে রক্ষা করা যাবে ।
বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে বিদেশী আগ্রাসনের শিকার হওয়া অস্বাভাবিক নয় । কিন্তু এর মোকাবেলা করতে হলে প্রয়োজন শক্তিশালী কূটনীতি , সৎ চরিত্রবান ও দক্ষ শৃমিক এবং দেশের শিক্ষার মান উন্নয়ন করে বিদেশে উচ্চপদস্থ চাকুরী।
বিষয়: বিবিধ
১৫৩৩ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সরকারের কর্মকর্তারা নিজেদের ভাবেন অন্য গ্রহের প্রানি। তাদের ভুল নিতি আর হিনমন্যতা আমাদেরদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে প্রবাসিদের সহ।
অনেক ধন্যবাদ
Circulate Bangladeshi good news also by blogging, news media, making good image there.
তবে, আমাদের সবারই চেষ্টা করতে হবে যাতে দেশে ও দেশের বাহিরের সকল চক্রান্তকে মোকাবেলা করে সামনে এগিয়ে নেয়া যায় নিজের জন্য,মানুষের জন্র, ইসলামের জন্য।
ভাই প্রবাসী আব্দুল্লাহ শাহীন আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়???
https://www.facebook.com/profile.php?id=100001767325225
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন