লালবল

লিখেছেন লিখেছেন জোনাকি ২০ এপ্রিল, ২০১৪, ১১:০৯:১৯ সকাল

আল্লাদি এলো চুল বাতাসে দুলছে

বলটা যে পায়েপায়ে ঘুরছে

মনভরা খুশিরা গড়াগড়ি করছে

বনভরা খোকাখুকু উড়ছে।

Happy

পাখীরা ঘুরেঘুরে হাততালি দিচ্ছে!

ফুলেরা সুরেসুরে হাসছে,

বল হলো ছক্কা উড়ে গিয়ে তারপর

ঝর্ণার পানিতে যে ভাসছে।

Thinking?

দৌড়দৌড় ধুমসে, ওরাসব ছুটছে

চারিদিকে বলটাকে খুঁজছে,

নাইনাই কোত্থাও; মাথা সব নাড়ছে,

কেউকেউ জলে নেমে জুঝছে।

Surprised

নী্লবল নাই এক লাবল ভাসছে,

সূর্যের মত ঐ বলটাযে ঝলমল!

দরজাটা খুলে এক এলিয়েন আসছে

অদ্ভুত আলোতে চোখ দুটো জ্বলজ্বল!

Rolling Eyes

বল এবার আকাশে উড়ছে ঘুরছে

খোকাখুকু চুপচাপ দেখছে

চাঁদতারা উল্কা নীহারিকা ভাসছে,

গল্পের মত সব ঠেকছে।

Love Struck

রাতনাই ঘুমনাই পড়াশোনা কাজনাই

নতুন এক গ্রহতে নেমেছে

ইচ্ছেরা দলমেলে ঝুমঝুম নেচে যায়

আবেগের ঘ্রাণে মন ঘেমেছে।

Cool

স্বপ্নের দেশে আসা সত্যিই হল বুঝি

আহা কিযে শান্তি মুক্তি!

"ওঠওঠ সোনামণি সময় যে হয়ে এলো

ইশকুলে যাবিনা মা সুক্তি?"

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210519
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হেহে.... যাও তাড়াতাড়ি ইশ্কুলের সময় হয়েগেছে Hurry Up Hurry Up আমিও একটা লিখেছি কবিতা (
মনটা আমার উড়তে থাকে
)Give Up যদিও তোমারটার মতো সুন্দর নয় I Don't Want To See I Don't Want To See ইশ্কুলথেকে এসে পড়ে দেখিয়ো Music Music
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
159206
জোনাকি লিখেছেন : অফুরন্ত শুভেচ্ছা।
210526
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সো সুইট কবিতা। Thumbs Up Rose Rose Rose
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
159208
জোনাকি লিখেছেন : থ্যাঙ্কস আ টন।
210579
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৫
নূর আল আমিন লিখেছেন : হেহেহে
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
159211
জোনাকি লিখেছেন : Happy
210600
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২০
শিশুর জন্য লিখেছেন : Rose Rose Rose সুন্দর Rose Rose Thumbs Up Thumbs Up
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
159212
জোনাকি লিখেছেন : Happy Happy
210646
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
আফরা লিখেছেন : Rose Rose Rose
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
159213
জোনাকি লিখেছেন : Happy Love Struck
211035
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১০
আওণ রাহ'বার লিখেছেন : রাতনাই ঘুমনাই পড়াশোনা কাজনাই
নতুন এক গ্রহতে নেমেছে
ইচ্ছেরা দলমেলে ঝুমঝুম নেচে যায়
আবেগের ঘ্রাণে মন ঘেমেছে

সুন্দর অন্নেক সুন্দর Thumbs Up
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
159486
জোনাকি লিখেছেন : অন্নেক শুভকামনা।
211252
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
ভিশু লিখেছেন : হা হা হা...স্বপ্নটা ভালোই!
Happy Good Luck Star Rose
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৪
159793
জোনাকি লিখেছেন : অ স ঙ খ্য শু ভে চ্ছা Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File