ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে রুখেঁ দাড়াও বাংলাদেশ!
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ২০ এপ্রিল, ২০১৪, ১০:৫৮:০০ সকাল
ঐ সুব্রাক্ষণিয়ম স্বামী শুনে রাখ!!! ৭১ এ রক্ত দেয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে সার্বভৌমত্বের চির শত্রুদের কাছে এক ফোটা হলেও রক্ত দিয়ে তার কিছুটা আক্ষেপ ঘুচিয়েছি। এইবার আর দেরি করবো না, অতন্দ্র প্রহরীর মত পাহারা দেবো বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি। কসম করে বলছি, এদেশে আমার মত লাখো তরুণ আধিপত্যবাদীদের বুলেটের সামনে নিজেদের শার্টের বোতাম খুলে দিতে প্রস্তুত, আবারো আমার বোন ফেলানীর রক্তের কসম করে বলছি, বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড তো দূরের কথা ১ ইঞ্চির প্রতি নজর দিলেও তুই বেজন্মার চোখ উপড়ে ফেলবো। মনে রাখবি, সিকিম নয় ভুটান নয়, এদেশ আমার সোনার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্ডিয়ান শাড়ি পড়া ছাড়বে না আমাদের মহিলারা
এ আর রহমানদের কনসার্টেও হাততালি দেবার লোকের অভাব হবে না বাংলাদেশে
ভারতে গিয়ে চিকিতসা করানো আগের হারেই চলবে
আর ভারতের পক্ষে দালালি করার লোকের সংখ্যাও কমবে না
মন্তব্য করতে লগইন করুন