ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে রুখেঁ দাড়াও বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ২০ এপ্রিল, ২০১৪, ১০:৫৮:০০ সকাল

ঐ সুব্রাক্ষণিয়ম স্বামী শুনে রাখ!!! ৭১ এ রক্ত দেয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে সার্বভৌমত্বের চির শত্রুদের কাছে এক ফোটা হলেও রক্ত দিয়ে তার কিছুটা আক্ষেপ ঘুচিয়েছি। এইবার আর দেরি করবো না, অতন্দ্র প্রহরীর মত পাহারা দেবো বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি। কসম করে বলছি, এদেশে আমার মত লাখো তরুণ আধিপত্যবাদীদের বুলেটের সামনে নিজেদের শার্টের বোতাম খুলে দিতে প্রস্তুত, আবারো আমার বোন ফেলানীর রক্তের কসম করে বলছি, বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড তো দূরের কথা ১ ইঞ্চির প্রতি নজর দিলেও তুই বেজন্মার চোখ উপড়ে ফেলবো। মনে রাখবি, সিকিম নয় ভুটান নয়, এদেশ আমার সোনার বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210527
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জ্বালাময়ী ভাষণ। শেখ মুজিব বেঁচে থাকলে তার ভাষণ প্রত্যাহার করে নিতেন। Big Grin
210536
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
210553
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : এরপরেও হিন্দী সিনেমা , গান , সিরিয়াল দেখা বাদ দেবে না বাংলাদেশীরা ।

ইন্ডিয়ান শাড়ি পড়া ছাড়বে না আমাদের মহিলারা

এ আর রহমানদের কনসার্টেও হাততালি দেবার লোকের অভাব হবে না বাংলাদেশে

ভারতে গিয়ে চিকিতসা করানো আগের হারেই চলবে

আর ভারতের পক্ষে দালালি করার লোকের সংখ্যাও কমবে না
210582
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৬
নূর আল আমিন লিখেছেন : শাহজালালের পুণ্য ভুমির দিকে চোখ দিলে চোখ কুত্তাকে দিয়ে খাওয়াবো
210622
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ** ছিড়ে আটি বাধঁবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File