সংবিধান বিশেষজ্ঞ ভাইয়েরা একটু পড়েন!!! আর আল্লাহর সাংবিধানিক বাধ্যবাধকতার কথাটা একটি বার স্বরন করেন!!!!
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ২৭ জানুয়ারি, ২০১৫, ০২:৪৫:০৯ রাত
কোকো’কে নিয়ে কেন এত রাজনীতি করছেন? ও তো কোন রাজনৈতিক দলের কর্মী ছিলো না, কোন রাজনৈতিক মঞ্চে উনাকে দেখছেন সেটাও মনে হয় কেউ বলতে পারবে না। তাহলে কেন এই অকাল মৃত্যুকে নিয়েেএতো ধোয়াশা ছড়ানো হচ্ছে?
আপনাদের কল্যানে হুইল চেয়ারে বসে মাতৃভূমি ত্যাগ করেছিলেন কালকে বিমানের স্ট্রেচারে চড়ে তাঁর পিতা কতৃক ঘোষিত স্বাধীন ভূমিতে লাশ হয়ে ফিরে আসবেন।
আপনারা বলেন কোকে দন্ডিত আসামী! কে দিয়েছে এই দন্ড? কে উনাকে এতো গুলো মামলার আসামী করেছিল? যারা কোকো’কে এতো গুলো মামলা দিয়েছিল তার চেয়ে অনেক বেশী মামলা তো ওরা অাপনার নেতাকেও দিয়েছিল! উনার মামলার ফাইল গুলো দিন দিন ভারি হলেও আপনাদের গুলো হাওয়া হয়ে গেল। এই বুঝি সমবেদনা সহিত শিষ্টাচার?
কোকে যাচ্ছেন, আমাদেরও সেই পথের পথিক হতে হবে, মনে রাখবেন এটা খোদা প্রদত্ত সংবিধানের বাধ্যবাধকতা। এইটা থেকে কেউ রেহাই পাবেন না। কোকো’কে বিদায় দিয়ে আমাদের সেই সাংবিধানিক বাধ্যবাধকতা গ্রহনের প্রস্তুতি নেওয়া উচিৎ।
প্লিজ কোকে’কে নিয়ে দয়া করে আর একটা রাজনৈতিক শব্দ উচ্ছারন করবেন না। হাত জোড় করে বিনয় করছি। এদেশে কোকো একজন বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তি যোদ্ধার সন্তান। আর মুক্তিযোদ্ধা ওদের পরিবার ও স্বজনদের বেইজ্জতি করবেন না। উনার লাশকে পুজিঁ করে আর একটাও কঠু কথা বলিয়েন না প্লিজ।
বিষয়: রাজনীতি
১২৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আমি আপনার সাথে একমত।
মন্তব্য করতে লগইন করুন