সাবাশ হেফাজত!
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ২০ জুন, ২০১৪, ০৮:৪৫:৩০ রাত
দয়া করে সকল ভাই ও বোনেরা পড়বেন এবং ভুল হলে ক্ষমা করবেন।
বাংলাদেশের বৃহত্তর তিনটি রাজনৈতিক দল.. বিএনপি, আওয়ামিলীগ এবং জামায়াতে ইসলামীর সাথে এখন পর্যন্ত সমান তালে সু সম্পর্ক রক্ষা কারী একমাত্র সংঘটন মনে হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সেই ৫ইমে ২০১৩ এর পর থেকে তারা ঐক্য জোটকে খুশী করার জন্য বার বার কর্মসূচি ঘোষনা করে আর মহাজোটকে খুশী করার জন্য সেই কর্মসূচি বারবার স্থগিত করে। আবার মাঝে মধ্যে লাল দিঘীর ময়দানে ৫ই মের হাজারো শহীদের রক্তের কথা ভুলে গিয়ে তাগুত দের’ও বন্ধু বলে ঘোষনা করে ( বি:দ্র: আমি মনে করি তাগুত এবং নাস্তিকদের মধ্যে কোন পার্থক্য নেই আর এই এদেশে তাগুত কারা সেটা আশা করি বিশ্লেষন করার কোন দরকারও নেই)
আর এর ফলে হয়তো আমার মত অনেক নাফাক নালায়েক বান্ধার মন থেকে হেফাজতে ইসলাম নামটি অনেক দূরে সরে যাচ্ছে। যেই নাম উচ্চারন করতে এক বছর আগেও অনেক আবেগ অনুভূতি আর পবিত্রতা মনের ভিতর গভীর ভাবে কাজ করতো। —
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়াবী রাজনীতির মারপ্যছে অনভিজ্ঞ হেফাজত ইসলাম ভেবেছিল, আল্লাহ সবকিছুই এমনিতে করে দেবে। কিন্তু যেহেতু এমনটি সে রাতে না হয়ে উল্টো হয়েছে, এখন হেকমতের পথ ধরেছে। এসব দুনিয়া জ্ঞানে পশ্চাদপদ লোকগুলো মুসলমানদের নেতা সেজে যুগে যুগে ক্ষতিটাই বেশী করেছে।
মুসলিম নহে তারা
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২১ মে, ২০১৪, ০৩:৩৯:১৯ রাত
রাতের আধারে রাজপথে যারা
গেয়েছিল প্রভুর গান,
বুলেটের আঘাতে মরেনি ওরা
মরেছে কোরানের প্রাণ।
বারুদ, গুলি, অস্ত্রহীন হাতে
এসেছিল ঢাকায় যারা,
রক্তের বন্যায় ধুয়ে মুছে নিল
মাফ চেয়ে বাঁচেনি তারা।
কোরানের পাখিকে থেমে দিল রাতে
জাগিবে না সে প্রাণ আর,
ঘটিয়েছে এজিদ তলোয়ারের আঘাতে
নিষ্ঠুর কারবালার।
জোটেনি ভাগ্য জানাযা তাদের
ময়লায় পুঁতে দাফন.
চোখের জলে মিলেনি বিদায়
ছিলনা দেহে কাফন।
বর্জ্যের সাথে মিশে দিল, শুধূ
কোরআন ছিল বুকে,
আরশ ভেদিয়া ফেরেশতা কাঁদে
নীরবতা ঊর্ধ্বলোকে।
কোরানের পাগল জিন্দা লাশকে
কবরস্থ করল যারা,
রাসুলের প্রিয় দ্বীনের দুশমন
মুসলিম নহে তারা।
-------------
হেফাজত আওয়ামী লীগকে সরাসরি বন্ধু বলেছে কিন্তু আল্লামা সাইদী সাহেব শেখ হাসীনাকে উদ্দেশ্য করে বলেছিলেন 'আপনি আমাদের শত্রু নন।' তো পার্থক্য কোথায়?
============
মন্তব্য করতে লগইন করুন