খবরটা হোক আজগুবি -- মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ২০ এপ্রিল, ২০১৪, ১০:৪৯:৩৯ সকাল
‘র’-এর চেলা এয়ারপোর্টে
খয়ের খাঁয়ের বেশে
খবরটা হোক আজগুবি, নয়
খুবই সর্বনেশে।
আইএসআই ও সিআইএ-র কেউ
থাকলে উঠুন কেশে
কেজিবি ও মোসাদ পারে
থাকতে ছদ্ম বেশে!
গবুচন্দ্র চন্দ্র মন্ত্রী হলে
হবু রাজার দেশে
এমনটিতো হতেই পারে
বলুন হেসে হেসে।
যেই থাকুক খোলা মেলা
নয়তো নিরুদ্দেশে
সব ক’টারই খুলবো মুখোশ
দেখিস অবশেষে।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন