ওরা দুই জন ঃ মুর্শিদ-উল-আলম

লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ০৩ জুন, ২০১৪, ০৩:২২:২০ দুপুর

ওরা দুই জন

মুর্শিদ-উল-আলম

ইনি বলেন ভুল করিনি

উনি বলেন ভুল

উনি যদি ঠিকই বলেন

ইনি বলেন গুল।

উনি খেলে ইনি রাগেন

ইনি খেলে উনি

দু’জনারে দু’জন বলেন

দুর্নীতিবাজ খুনি।

ইনি বলেন তুই দালাল আর

উনি বলেন ফটকা

কথায় কথায় বলেন দু’জন

চটকা ওরে চকটা।

স্বার্থ নিয়ে ঝগড়া এদের

চলছেরে ভাই রাত দিন

ইনি বলেন আমি ভালো

ওকে সবাই বাদ দিন।

ইনি বলেন তুই ভালো না

উনি বলেন তুই

ইচ্ছে করে দু’জনারে

পাবনা নিয়ে থুই।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230031
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৯
ছিঁচকে চোর লিখেছেন : ইনি বলেন তুই ভালো না
উনি বলেন তুই
ইচ্ছে করে দু’জনারে
পাবনা নিয়ে থুই।

হাহাহাহাহা দারুণ লিখেছেন। লেখার সময় কি আপনি রাগান্বিত ছিলেন? Thinking
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৩
191920
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ।
230038
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেতারা দু'জনরে অহনো পাবনা পাঠাইলো না কিল্লাই?
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
179078
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ
230050
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
নূর আল আমিন লিখেছেন : পাটাপুতার ঘষাঘষি মরিচের জান শেষ
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
179080
মুর্শিদউল আলম লিখেছেন : ঠিক বলেছেন
232336
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৫২
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File